Advertisement
  • প্রচ্ছদ রচনা বৈষয়িক
  • অক্টোবর ২৫, ২০২৫

দেশজুড়ে ইনভেস্টমেন্ট স্ক্যামের দাপট ! ছ’মাসে ৩০ হাজার মানুষ খুইয়েছেন ১,৫০০ কোটি টাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশজুড়ে ইনভেস্টমেন্ট স্ক্যামের দাপট ! ছ’মাসে ৩০ হাজার মানুষ খুইয়েছেন ১,৫০০ কোটি টাকা

দেশজুড়ে ভয়াবহ আকার নিচ্ছে ইনভেস্টমেন্ট প্রতারণা। বিনিয়োগের নামে মোটা রিটার্নের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। গত ছ’মাসেই দেশের বিভিন্ন শহরে প্রায় ৩০ হাজার মানুষ এই ইনভেস্টমেন্ট স্ক্যামের ফাঁদে পড়ে ১,৫০০ কোটি টাকারও বেশি ক্ষতির শিকার হয়েছেন — এমনটাই উঠে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার উইং বিভাগের সর্বশেষ রিপোর্টে।

ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (I4C)-এর প্রতিবেদন অনুযায়ী, দেশের বড়ো শহরগুলির মধ্যেই এই প্রতারণার ঘটনা সবচেয়ে বেশি। মোট ঘটনার প্রায় ৬৫ শতাংশ ঘটেছে বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর ও হায়দরাবাদে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেঙ্গালুরুতে — একা এই শহরেই মোট আর্থিক ক্ষতির ২৬.৩৮ শতাংশ নথিভুক্ত হয়েছে।

প্রতারণার শিকারদের বড় অংশই কর্মজীবী ও মধ্যবিত্ত। রিপোর্ট বলছে, ৩০ থেকে ৬০ বছর বয়সি মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত — মোট ঘটনার ৭৬ শতাংশ ক্ষেত্রেই প্রতারিত হয়েছেন এই বয়সসীমার নাগরিকরা। আর ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণদের সঙ্গে ঘটেছে প্রায় ৮.৬২ শতাংশ প্রতারণা।

কীভাবে চলছে এই প্রতারণা ?

সাইবার অপরাধীরা মূলত টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করছে। মোট ঘটনার প্রায় ২০ শতাংশ ঘটেছে এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমে। কারণ, এই অ্যাপগুলিতে গ্রুপ তৈরি করা ও যোগাযোগ স্থাপন সহজ। ফলে প্রতারকরা সহজেই বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে।

অন্যদিকে, লিঙ্কডইন বা এক্স (প্রাক্তন টুইটার)-এর মাধ্যমে প্রতারণার ঘটনা তুলনামূলক কম — মাত্র ০.৩১ শতাংশ। রিপোর্টে আরও কিছু ডিজিটাল প্ল্যাটফর্মের উল্লেখ থাকলেও সেগুলির নাম প্রকাশ করা হয়নি; সেগুলিকে ‘Other Platforms’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, অচেনা নম্বর বা অনলাইন গ্রুপের মাধ্যমে বিনিয়োগের প্রস্তাবে সাড়া না দেওয়াই নিরাপদ। কোনও অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি। সতর্ক থাকুন, কারণ একবার ফাঁদে পড়লে টাকা ফেরত পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!