- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৪, ২০২৩
গুজরাটকে হারিয়ে ১০ বার আইপিএলের ফাইনালে চেন্নাই, ধোনির সামনে মুম্বইয়ের রেকর্ড স্পর্শ করার সুযোগ

জীবনের শেষ আইপিএলে মহেন্দ্র সিং ধোনির হাতেই কি উঠবে ট্রফি? সেই পথে আরও একধাপ এগিয়ে গেল চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটানসকে ১৫ রানে হারিয়ে আইপিএলের ফাইনালে ধোনি ব্রিগেড। এই নিয়ে ১০ বার ফাইনালে উঠল চেন্নাই। ৫ বার চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কৃতিত্ব স্পর্শ করার হাতছানি ধোনির সামনে। এদিন প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ১৭২/৭। জবাবে ২০ ওভারে ১৫৭ রানে শেষ গুজরাট।
টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরু থেকেই দাপট দেখিয়ে ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঋতুরাজ গায়কোয়াড়। ওপেনিং জুটিতে ৮৭ তোলে চেন্নাই। একাদশ ওভারের তৃতীয় বলে জুটি ভাঙেন মোহিত শর্মা। তুলে নেন ঋতুরাজকে (৪৪ বলে ৬০)। পরের ওভারেই শিবম দুবেকে (১) তুলে নেন নূর আমেদ।
১৫ তম ওভারে আবার ধাক্কা চেন্নাই শিবেরে। পঞ্চম বলে অজিঙ্কা রাহানেকে (১০ বলে ১৭) তুলে নেন দর্শন নালকান্ডে। পরের ওভারেই ডেভন কনওয়েকে তুলে নিয়ে নিয়ে চেন্নাইয়ের বড় রানের স্বপ্নে আঘাত হানেন মহম্মদ সামি। ৩৪ বলে ৪০ রান করে আউট হন কনওয়ে। অম্বাতি রায়ুডুও (৯ বলে ১৭) ঝড় তুলতে ব্যর্থ। ২ বলে ১ রান করে আউট হন ধোনি। ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭২/৭ তোলে চেন্নাই। সামি ও মোহিত শর্মা ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৭২ রানে লক্ষ্য খুব একটা কঠিন ছিল না গুজরাট টাইটানসের সামনে। কিন্তু এদিন শুরুটা ভাল হয়নি গুজরাটের। ওপেনিং জুটিতে ওঠে মাত্র ২২। ঋদ্ধিমান সাহাকে (১১ বলে ১২) তুলে নেন দীপক চাহার। গুজরাটের মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ। পরপর ফিরে যান হার্দিক পান্ডিয়া (৮), দাসুন শনাকা (১৬ বলে ১৭), ডেভিড মিলার (৪)। তবে শুভমান গিলকে তুলে নিয়ে গতবারের চ্যাম্পিয়নদের সবথেকে বড় ধাক্কা দেন দীপক চাহার। ৩৮ বলে ৪২ রান করে আউট হন শুভমান।
শুভমান আউট হওয়ার পরপরই জয়ের আশা শেষ হয়ে যায় গুজরাটের। রাহুল তেওয়াটিয়া (৩), বিজয় শঙ্কররা (১০ বলে ১৪) দায়িত্ব নিতে পারেননি। লোয়ার অর্ডারে একমাত্র লড়াই করেন রশিদ খান (১৬ বলে ৩০)। কিন্তু তিনি বাকিদের কাছ থেকে সাহায্য পাননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৭ তোলে গুজরাট। দুরন্ত বোলিং করে ১৮ রানে ২ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। ২টি করে উইকেট পান দীপক চাহার, মাথেশা পাথিরানা ও মহেশ থিকসানা। এদিন হারলেও গুজরাট টাইটানসের সামনেও ফাইনালে ওঠার আরও একটা সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জিততে হবে হার্দিক পান্ডিয়াদের।
❤ Support Us