Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১২, ২০২৩

‘‌যশস্বী’‌র তান্ডবে লন্ডভন্ড নাইট রাইডার্স, প্লে অফের স্বপ্ন কার্যত শেষ

আরম্ভ ওয়েব ডেস্ক
‘‌যশস্বী’‌র তান্ডবে লন্ডভন্ড নাইট রাইডার্স, প্লে অফের স্বপ্ন কার্যত শেষ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘‌মোখা’‌ দুরন্ত গতিতে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। বাংলার ওপর ‘‌মোখা’‌ আছড়ে পড়বে কিনা এখনও নিশ্চিত নয়। কিন্তু তার আগেই বৃহস্পতিবার কলকাতার ইডেন সাক্ষী থাকল অন্য ঝড়ের। ‘‌যশস্বী’‌র তান্ডবে লন্ডভন্ড কলকাতা নাইট রাইডার্স। মরণবাঁচন ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৯ উইকেটে বিধ্বস্ত হয়ে প্লে অফের স্বপ্ন কার্যত শেষ নীতীশ রানাদের। প্রথমে ব্যাট করে নাইট রাইডার্স তোলে ১৪৯/‌৮। জবাবে ১৩.‌১ ওভারে ১৫১/‌১ রান তুলে প্লে অফের লড়াইয়ে দারুণভাবে ঢুকে পড়ল রাজস্থান। বিধ্বংসী ব্যাটিং করে ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন যশস্বী জয়সওয়াল।
এদিন, টস জিতে নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। রাজস্থান বোলারদের সামনে এদিন নিজেদের মেলে ধরতে পারেননি নাইট ব্যাটাররা। সঞ্জু স্যামসনদের সামনে জয়ের জন্য মাত্র ১৫০ রানের লক্ষ্য রাখতে সমর্থ হয়। তৃতীয় ওভারেই জেসন র‌য়কে (‌৮ বলে ১০)‌ তুলে নেন বোল্ট। বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ ধরেন শিমরন হেটমায়ার। সন্দীপ শর্মার দ্বিতীয় ওভারে রহমানুল্লাহ গুরবাজ দুটি ছক্কা হাঁকালেও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। পঞ্চম ওভারের প্রথম বলেই গুরবাজকে (‌১২ বলে ১৮)‌ তুলে নেন ট্রেন্ট বোল্ট। পাওয়ার প্লে–র ৬ ওভারে মাত্র ৩৭/‌২ রান তোলে নাইট রাইডার্স।
এরপর দলকে টেনে নিয়ে যান অধিনায়ক নীতীশ রানা ও ভেঙ্কটেশ আয়ার। একাদশতম ওভারে নীতীশ রানাকে (‌১৭ বলে ২২)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন যুজবেন্দ্র চাহাল। রাসেলও (‌১০ বলে ১০)‌ এদিন নিজেকে মেলে ধরতে পারেননি। ব্যর্থ রিঙ্কু সিংও। ১৮ বলে মাত্র ১৬ রান করে তিনি আউট হন। ২০ ওভারে শেষ পর্যন্ত ১৪৯/‌৮ তোলে নাইট রাইডার্স। ২৫ রানে ৪ উইকেট তুলে নেন যুজবেন্দ্র চাহাল। ১৫ রানে ২ উইকেট পান বোল্ট।  ‌‌‌‌
‌রাজস্থানের যা ব্যাটিং শক্তি, জয়ের জন্য ১৫০ রানের টার্গেট খুব একটা কঠিন ছিল না। সঞ্জুদের লক্ষ্য ছিল জেতার পাশাপাশি নেট রান রেট বাড়িয়ে রাখা। তাই শুরু থেকেই ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল। নীতীশ রানার প্রথম ওভারেই ২টি ছয় ও ৩টি চারসহ নেন ২৬ রান।  দ্বিতীয় ওভারে যশস্বীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন জস বাটলার (‌০)‌।
বাটলার আউট হলেও সমস্যায় পড়তে হয়নি রাজস্থান রয়্যালসে। নাইট রাইডার্স বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালান যশস্বী জয়সওয়াল। অধিনায়ক সঞ্জু স্যামসনও নেট রান রেট ভাল জায়গায় রাখার লক্ষ্যে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। পাওয়ার প্লে–র ৬ ওভারে ৭৮/‌১ রান তোলে রাজস্থান। ৮.‌১ ওভারে ১০০ রানে পৌঁছে যায়। শেষ পর্যন্ত ১৩.‌১ ওভারে ১৫১/‌১ রান তুলে ম্যাচ জিতে নেয় রাজস্থান। ৪৭ বলে ৯৮ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন যশস্বী জয়সওয়াল। মারেন ১৩টি ৪ ও ৫টি ৬। ২টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ২৯ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!