- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৩, ২০২৫
২১ মার্চ শুরু আইপিএল, ফাইনাল ২৫ মে, দুটি মেগা ম্যাচই পেতে চলেছে কলকাতা

চূড়ান্ত হয়ে গেল আইপিএলের দিনক্ষণ। এবছর ২১ মার্চ শুরু হবে আইপিএল। ফাইনাল ২৫ মে। রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর আইপিএলের দিন ঘোষণা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ–সভাপতি রাজীব শুক্লা। এবছর আইপিএলের উদ্বোধন ও ফাইনাল দুটি ম্যাচই কলকাতার ইডেনে হওয়ার কথা। এছাড়া, দ্বিতীয় কোয়ালিফায়ারও কলকাতায় হতে পারে।
রবিবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা ছিল। সেই সভার পর আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক বসে। সেই বৈঠকেই চূড়ান্ত হয় আইপিএলের দিনক্ষণ। আইপিএলের দিনক্ষণ ছাড়াও বৈঠকে মহিলা প্রিমিয়ার লিগের ভেন্যু নিয়েও আলোচনা হয়। এবছর চারটি শহরে হবে মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচ।
আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর বোর্ডের সহ–সভাপতি রাজীব শুক্লা প্রথমে বলেছিলেন, ২৩ মার্চ আইপিএল শুরু হবে। পরে ভুল শুধরে বলেন, ২১ মার্চে আইপিএল শুরু হবে। আর ফাইনাল হবে ২৫ মার্চ। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ কলকাতার পাওয়ার কথা। গতবছর কলকাতা নাইট রাইডার্স আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। সেক্ষেত্রে উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল কলকাতারই পাওয়ার কথা।
সাধারণত আইপিএলের ফাইনাল যেখানে অনুষ্ঠিত হয়, সেই ভেন্যুতেই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচও হয়। তাই নিয়ম অনুসারে ইডেনেই তিনটি মেগা ম্যাচ হওয়ার কথা। ২৩ মার্চ দ্বিতীয় কোয়ালিফায়ার হবে। যদিও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। ২১ মার্চ ইডেনে উদ্বোধনী ম্যাচ হবে। আর হায়দরাবাদে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর। এবারের আইপিএলে ১১টি ডাবল হেডার থাকবে, অর্থাৎ একই দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়েও আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে স্থির হয়েছে মুম্বই, ভদোদরা, লখনউ ও বেঙ্গালুরুতে হবে মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচ। এই প্রথম একসঙ্গে চারটি ভেন্যুতে হবে মহিলাদের প্রিমিয়ার লিগ। মুম্বইয়ে প্রতিযোগিতা শুরু। তারপর লখনউ ও বেঙ্গালুরুতে। মুম্বই পর্বের খেলাগুলি ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে। ভদোদরায় নতুন কোটাম্বি স্টেডিয়ামে হবে ফাইনাল।
❤ Support Us