- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২২, ২০২৪
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে গেলেন এআর রহমান, সোনু নিগমরা
মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে ছিলেন শাহরুখ খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রারা । আইপিএলে উদ্বোধনে ‘কিং খান’ না থাকলেও জাঁকজমকে কোনও খামতি ছিল না। শুক্রবার সন্ধায় চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে গেলেন অস্কারজয়ী এআর রহমান। তাঁর সুরের জাদুতে মুগ্ধ গোটা স্টেডিয়াম।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এদিন চিপকে বসেছিল চাঁদের হাট। কে ছিলেন না? এআর রহমান থেকে শুরু করে অক্ষয় কুমার, সোনু নিগম, টাইগার শ্রুফ, মোহিত চৌহান, নীতি মোহনেরর মতো গায়ক–গায়িকারা। সুরের সুনামি তুলে গেলেন সোনু নিগম এবং এআর রহমানরা। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় ‘স্যারে জাহাঁসে আচ্ছা’ গানের মধ্য দিয়ে। অক্ষয় কুমার ও টাইগার শ্রুফ জাতীয় পতাকা হাতে নিয়ে একসঙ্গে মঞ্চে অবতরণ করেন।
অনুষ্ঠান চলাকালীন মাঠে ফুটিয়ে তোলা হয় ইন্ডিয়া গেট। দেখা গেল অশোক চক্রও।
এরপর ‘জয় জয় শিবশঙ্কর’–এর তালে ঝড় তুলে দেন টাইগার। অক্ষয় কুমারও পিছিয়ে ছিলেন না। ‘হরে রাম হরে কৃষ্ণ’ থেকে শুরু ‘চুরাকে দিল মেরা’ গানে মাতিয়ে দিয়ে গেলেন আইপিএলের উদ্বোধনী মঞ্চ। পারফরমেন্সের শেষদিকে জাতীয় পতাকা হাতে নিয়ে মাঠ প্রদিক্ষণ করেন টাইগার ও অক্ষয়। এরপর চিপকে সুরের সুনামি তুলে মঞ্চে আগমন সোনু নিগম এবং এআর রহমানের। ‘বন্দেমাতরম’ দিয়ে শুরু করেন সোনু নিগম। ঘরের মাঠে রাজকীয় সুরের যাদুতে দর্শকদের মুগ্ধ করে দেন এআর রহমান। শেষদিকে তাঁদের সঙ্গে যোগ দেন মোহিত চৌহান, নীতি মোহনরা। গানের শেষে ট্রফি নিয়ে মঞ্চে আসেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।
❤ Support Us