Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২, ২০২৩

আইএসএলে দারুণ ছন্দে এগিয়ে চলেছে পালতোলা নৌকা

আরম্ভ ওয়েব ডেস্ক
আইএসএলে দারুণ ছন্দে এগিয়ে চলেছে পালতোলা নৌকা

এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে শেষ ম্যাচে আটকে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে আবার জয়ের রাস্তায় ফিরল সবুজমেরুন ব্রিগেড। বুধবার জেআরডি টাটা কমপ্লেক্সের মাঠে টানটান উত্তেজনার ম্যাচে জামশেদপুর এফসি-কে হারাল ৩–২ ব্যবধানে। শুরুতে পিছিয়ে পরেও দুর্দান্ত জয় তুলে নিল জুয়ান ফেরান্দোর দল। আইএসএলে এই নিয়ে টানা ৪ ম্যাচে জয় তুলে নিল মোহনবাগান।
ভাঙাচোরা দল নিয়ে এদিন জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গেছেন আশিক কুরুনিয়ান। চোটের কবলে আনোয়ার আলিও। হুগো বুমোসেরও চোট। কামিংসের জ্বর। তিনিও দলের সঙ্গে জামশেদপুর যেতে পারেননি। ফলে এদিন কিছুটা রক্ষণাত্মক ভাবে দল সাজাতে হয় জুয়ান ফেরান্দোকে। প্রথম একাদশের বেশ কয়েকজন না থাকায় প্রথমার্ধে একেবারে ছন্নছাড়া লাগছিল মোহনবাগানকে। সেই সুযোগটাই নেয় জামশেদপুর। ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় তারা।
তবে জামশেদপুরের এগিয়ে যাওয়ার পেছনে মোহনবাগান ডিফেন্ডারদের অবদানই বেশি। ইউস্ত একটা নিরীহ বল ক্লিয়ার করতে গেলে সেই বল সানানের পায়ে লেগে শুভাশিসের কাছে যায়। তিনিও সঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি। মোহনবাগান গোলকিপার বিশাল কাইথও বলের দখল নিতে ব্যর্থ হন। বক্সের বাইরে থেকে ঠান্ডা মাথায় বল গোলে ঠেলেন সানান। এগিয়ে যাওয়ার পর আক্রমণে গতি বাড়ায় জামশেদপুর। এরপর চাপ সামলে দ্রুত ম্যাচে ফিরে আসে মোহনবাগান। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে জামশেদপুর রক্ষণে। অবশেষে ২৯ মিনিটে সমতা ফেরায়। মনবীর সিংয়ের পাস ধরে বাঁপায়ের গড়ানো শটে গোল করেন সাদিকু। প্রথমার্ধে ম্যাচের ফল থাকে ১-১।
দ্বিতীয়ার্ধে অবশ্য চেনা ছন্দে ফিরে আসে মোহনবাগান। ৪৮ মিনিটে ডানদিক দিয়ে ঢুকে বক্সের মাথায় পৌঁছে ডানপায়ের উঁচু শটে গোল করেন লিস্টন কোলাসো। ৫৮ মিনিটে সমতা ফেরাতে পারত জামশেদপুর এফসি। এলসিনহোর হেড গোলে ঢোকার মুখে উড়ে গিয়ে বাঁচান গোলকিপার বিশাল কাইথ। ৬৭ মিনিটে বড় ধাক্কা খায় জামশেদপুর এফসি। বক্সের বাইরে এসে সাহাল আব্দুল সাহালকে ট্যাকেল করে লাল কার্ড দেখেন জামশেদপুর গোলকিপার রেহেনেশ। বিপক্ষের ১০ জন হয়ে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে কিয়ান নাসিরি ৩–১ করেন। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে জামশেদপুরের হয়ে ব্যবধান কমান স্টিভ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!