- Uncategorized এই মুহূর্তে দে । শ
- মে ১২, ২০২৩
আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের দু সপ্তাহের জামিন মঞ্জুর করল ইসলামাবাদ হাইকোর্ট। তোষাখানা মামলায় স্থগিতাদেশ

চিত্র সৌজন্য: তেহরিক-ই-ইনসাফ টুইটার পেজ
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি বেআইনি হিসেবে আখ্যা দেওয়ার পরে শুক্রবার তোষাখানা মামলায় ইসলামাবাদ হাইকোর্টের রায়ও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষেই গেল। সূত্রের খবর, এদিন ইসলামাবাদ হাইকোর্ট তোষাখানা মামলায় স্থগিতাদেশ জারি করেছে। এই মামলাতেও অভিযুক্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। এদিন তোষাখানা মামলায় অভিযুক্ত ইমরান খানের বিরুদ্ধে সেসন কোর্টে চলা ফৌজদারি কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। এর পাশাপাশি এদিন ইসলামাবাদ হাইকোর্ট আল-কাদির ট্রাস্ট মামলায় অভিযুক্ত ইমরান খানের জামিন মঞ্জুর করেছে দু’সপ্তাহের জন্যে।
সম্প্রতি ইসলামাবাদ হাইকোর্ট সংলগ্ন এলাকা থেকে ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়। এরপর গত বুধবার ইমরান খানকে অভিযুক্ত করা হয় তোষাখানা মামলায়। এদিন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুকের এজলাসে সওয়াল করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবী। তিনি বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশন তাঁর মক্কেল ইমরান খানকে তোষাখানা মামলায় অভিযুক্ত করলেও আইনানুগভাবে ইমরান খানকে এই অভিযোগ সম্পর্কে কিছুই জানানো হয়নি। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে তোষাখানা মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই সম্পর্কে তাঁকে কিছুই জানায়নি নির্বাচন কমিশন।
ইমরান খানের আইনজীবীর বক্তব্য শোনার পরে এদিন বিচারপতি বলেছেন, এই মামলার শুনানি এখন ইসলামাবাদ হাইকোর্টে চালানো যাবে না। তোষাখানা মামলার পরবর্তী শুনানি হবে এই মামলায় অভিযুক্তের বয়ান রেকর্ড হওয়ার পরে। এর জেরে এদিন তোষাখানা মামলায় ইসলামাবাদ হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে।
সূত্রের খবর, এদিন সকাল এগারোটা নাগাদ ইসলামাবাদ হাইকোর্টে আসেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আদালত চত্বরে জারি করা হয়েছিল কড়া নিরাপত্তা। মোতায়েন করা হয় প্রচুর পুলিশকর্মী এবং আধা সামরিক বাহিনী। আদালত চত্বরে উপস্থিত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের স্লোগানও দিতে দেখা গিয়েছে।
এদিন ইমরান খানের সমর্থকদের একহাত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সুপ্রিমো ইমরান খান এবং তাঁর দল ডাহা মিথ্যাবাদী। ইমরান ও তাঁর সমর্থকরা যেভাবে স্বদেশের শহিদদের অবমাননা করছেন, এপর্যন্ত পাকিস্তানের শক্ররাও পাকিস্তানের প্রতি এধরনের আচরণ করেননি।
এই বলেই ক্ষান্ত হননি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি এও বলেন, ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতা্র্থ করতে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শিকার বানিয়েছিল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতাদের। আদালত এব্যাপারে নিশ্চুপ কেন, এই প্রশ্নও তুলেছেন পাক প্রধানমন্ত্রী।
এদিকে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বের অভিযোগ, ইমরান খানকে নতুন করে গ্রেফতার করার জন্যে ছক সাজানো হচ্ছে। ওঁকে ফের গ্রেফতারের কোনও চেষ্টা চালানো হলে পাকিস্তানজুড়ে সাধারণ নাগরিকরা এর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাবেন।
তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সূত্রের খবর, ইমরানকে গ্রেফতারের জন্যে লাহোর থেকে পুলিশকর্মীদের একটি দল ইসলামাবাদের দিকে রওনা হয়েছেন।
❤ Support Us