Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ফেব্রুয়ারি ১০, ২০২৫

গাজার শরণার্থীশিবিরে ফের হামলা ইজরায়েলি বাহিনীর, নিহত অন্তঃসত্ত্বাসহ দুই মহিলা

আরম্ভ ওয়েব ডেস্ক
গাজার শরণার্থীশিবিরে ফের হামলা ইজরায়েলি বাহিনীর, নিহত অন্তঃসত্ত্বাসহ দুই মহিলা

ফিলিস্তিনের গাজায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইজরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে আবার হামলা চালাল। ইজরায়েলি বাহিনীর হামলায় দুজন মহিলা নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ৮ মাসের অন্তঃসত্ত্বা। ওই অন্তঃসত্ত্বা মহিলার স্বামীও গুরুতর আহত হয়েছেন।

পশ্চিম তীরে নুর শামস শরণার্থীশিবিরে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। এই শরণার্থী শিবিরে ফিলিস্থিনিদের পুনর্বাসন করা হয়েছিল। তুলকারেম অঞ্চলের এই শরণার্থী শিবিরে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার নিয়ে অভিযান চালায় ইজরায়েলি বাহিনী। অভিযান চালানোর সময় নজরদার বিমানগুলো নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় হামলা চালায়। ফিলিস্তিনি পরিবারের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।

এই অভিযানে ২৩ বছর বয়সী সোন্দস জামাল মুহাম্মদ শালাবি নামের মহিলা ও তাঁর স্বামী গুলিবিদ্ধ হন। আহত দম্পতিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাধা দেয় ইজরায়েলি বাহিনী। ফলে শালাবি ও তাঁর গর্ভের সন্তানকে বাঁচানো যায়নি। শালাবির স্বামী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হতাহতের খবর জানার পরও ওই শরণার্থীশিবিরে সোসাইটির চিকিৎসক দলকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। আলাদা এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েলি হামলায় রাহাফ ফৌয়াদ আবদুল্লাহ আল–আশকার নামের ২১ বছর বয়সী আর একজন মহিলা নিজের বাড়িতে নিহত হয়েছেন।

ইজরায়েলি বাহিনীর দাবি, ওই এলাকায় আগেই কারফিউ জারি করা হয়েছিল। তারপর ওই শরণার্থীশিবিরে ‘ধ্বংসাত্মক কার্যকলাপে’ জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের উত্তরে জেনিন, তুলকারেম ও তুবাসের ফারা এলাকায় শরণার্থী শিবিরগুলিতে কয়েক সপ্তাহ ধরে অভিযান চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। কয়েক সপ্তাহের অভিযানে জেনিন ও তুলকারেম এলাকায় ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!