Advertisement
  • প্রচ্ছদ রচনা বি। দে । শ
  • জুলাই ২৭, ২০২৪

গাজার স্কুলে আবার হামলা ইজরায়েলের, মৃত ৩০, আহত শতাধিক

আরম্ভ ওয়েব ডেস্ক
গাজার স্কুলে আবার হামলা ইজরায়েলের, মৃত ৩০, আহত শতাধিক

ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য ইজরায়েলের ওপর আন্তর্জাতিক মহল থেকে প্রতিনিয়ত চাপ বাড়ছে। জাতিসঙ্ঘেও যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাব উত্থাপন হয়েছে। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও যুদ্ধ বন্ধের জন্য আবেদন জানিয়েছেন। তার মাঝেই আবার গাজা উপত্যকায় একটা স্কুলের ওপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। ইজরায়েলি সেনার এই ভয়ঙ্কর হামলায় ৩০ জনের মৃত্যু হয়েছে, ১০০–র বেশি মানুষ আহত।

মধ্য গাজার ঘনবসতিপূর্ণ এলাকা দের–আল–বালহের রাষ্ট্রসঙ্ঘ পরিচালিত এক স্কুলে হামলা চালায় ইজরায়েলি সেনা। এই ঘনবসতিপূর্ণ এলাকায় বহু ফিলিস্তিনি বসবাস করেন। ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যেই বাজার। বাজারের মধ্যেই রয়েছে স্কুল। সেই স্কুলকে লক্ষ্য করেই রকেট হামলা চালানো হয়। একের পর বোমাবর্ষণ করে ইজরায়েলি সেনা। বোমা হামলায় ৩০ জন বেসামরিক লোক মারা গেছেন। ১০০ জনের বেশি আহত। গুরুতর জখম অবস্থায় বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হামাস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে।

হামলার পরই স্থানীয় হাসপাতাল থেকে বেশ কয়েকটা অ্যাম্বুলেন্স পাঠানো হয়। গুরুতর জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকে রক্তাক্ত অবস্থায় নিজেরাই হাসপাতালে ছুটে যান। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসপাতালে তীব্র রক্তসঙ্কট দেখা দিয়েছে। গুরুতর জখমদের চিকিৎসা করার মতো পর্যাপ্ত বেডেরও অভাব।

স্কুলের ওপর এই হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে। আন্তর্জাতিকমহল থেকেই চাপ বাড়ছে। প্রবল চাপের মুখে পড়েছে ইজরায়েলি বাহিনী। আর চাপের মুখে পড়েই ইজরায়েলের পক্ষ থেকে সাফাই দেওয়া শুরু হয়েছে। ইজরায়েল দাবি করেছে, স্কুলটিতে হামাসের কমান্ড সেন্টার ছিল। ওই স্কুলভবন থেকেই ইজরায়েলের সেনাদের ওপর হামলা করা হত। তাই সেখানে হামলা করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!