Advertisement
  • ভা | ই | রা | ল
  • মার্চ ২৪, ২০২২

ভাইরাল, রাজধানীতে জনৈক কাশ্মীরিকে হোটেল ঘর দিল না কর্তৃপক্ষ । দিল্লি পুলিসের টুইট, আমরা এরকম কোনও নির্দেশ দিই নি।

প্রতিক্রিয়ায় কাশ্মিরী ছাত্রনেতা, 'দ্য কাশ্মীর ফাইলসের প্রভাব !

আরম্ভ ওয়েব ডেস্ক
ভাইরাল, রাজধানীতে  জনৈক কাশ্মীরিকে হোটেল ঘর দিল না কর্তৃপক্ষ । দিল্লি পুলিসের টুইট, আমরা এরকম কোনও নির্দেশ দিই নি।

কাশ্মীরের একজন বাসিন্দা অনলাইনে দিল্লির একটি হোটেলে ঘর বুক করেছিলেন । নির্দিষ্ট দিনে সব পরিচয় পত্র নিয়ে হাজির হলেও তাঁকে হোটেলে রাখতে রাজি হলেন না রিসেপশনিস্ট। ভদ্রলোক তর্কিতর্কি জুড়লে রিসেপশনিস্ট মহিলা তাঁর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সরাসরি জানিয়ে দিলেন, দিল্লি পুলিসের নির্দেশ কোনো কাশ্মিরীকে হোটেলে রাখা যাবে না। খবরটি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাটি প্রকাশ্যে নিয়ে আসেন জম্মু ও কাশ্মীর ছাত্র সংগঠনের মুখপাত্র নাসির খুয়ামি । তিনিই ভিডিওটি পোস্ট করে বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলসের প্রভাব! পরিচয়পত্র থাকা সত্বেও দিল্লির হোটেল ঘর দিল না একজন কাশ্মীরিকে। কাশ্মীরি হওয়াই যেন অপরাধ। ‘ পোস্টটি আরম্ভ খতিয়ে দেখার সুযোগ পায় নি । বিষয়টির সত্য না মিথ্যা, আমরা জানি না । ভিডিওটি ভাইরালের পর দিল্লি পুলিশের পক্ষ থেকেএকধিক টুইটে বলা হয়েছে, কাশ্মীরিদের হোটেলে ঘর দেওয়া যাবে না, এমন কোনও নির্দেশ আমরা জারি করিনি । ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যাঁরা এই জঘন্য কাজটি করেছেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। ‘


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!