Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৩, ২০২৪

কালীঘাট মন্দির সংস্কার।চূড়ায় লাগানো হবে ৫০ কিলো সোনা

আরম্ভ ওয়েব ডেস্ক
কালীঘাট মন্দির সংস্কার।চূড়ায় লাগানো হবে ৫০ কিলো সোনা

কালীঘাটের মন্দুরের চূড়া ৫০ কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে ফেলা হবে। মন্দির,গর্ভগৃহ, ভোগ ঘর, নাট মন্দির, বলির জায়গা সবই নতুন করে সংস্কারের কাজ শুরু হয়েছে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে যেমন স্কাইওয়াক করা হয়েছে, সেই একই রকম স্কাইওয়াক তৈরি হচ্ছে কালীঘাট মন্দিরে।

এর আগে কলকাতা পুরসভার হাতে কালীঘাট মন্দির সংস্কার এবং স্কাইওয়াকের কাজ দেওয়া হয়েছিল। করোনার সময় সেই কাজ থমকে যায়। এর পর সেই কাজের দায়িত্ব যায় রিলায়েন্স সংস্থার হাতে। কলকাতা পুরসভা কালীঘাট মন্দির সংস্কারের কাজ নির্ধারিত সময়, দেড় বছরের মধ্যে শেষ করতে না পারায় কাজটি আম্বানিদের হাতে চলে যায়। আম্বানিরা দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত ৬০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। মন্দির সংস্কারের বাকি কাজ বেসরকারি সংস্থাটি দ্রুততার সঙ্গে করছে বলে জানান কালীঘাট মন্দির সেবায়েত কমিটির সম্পাদক দীপঙ্কর চট্টোপাধ্যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!