Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ৭, ২০২২

৬৮তম জন্মদিনে অকপট কমল হাসন

রাজনীতি-যোগ অভ্রান্ত, অভিনয় জীবন অব্যাহত

আরম্ভ ওয়েব ডেস্ক
৬৮তম জন্মদিনে অকপট কমল হাসন

আজ কমল হাসনের ৬৮ তম জন্মদিন, সাড়ম্বরে উদযাপন করলেন সুপরিচিত অভিনেতা, তাঁর প্রিয়জন আর অনুরাগীরা।সংবাদ মাধ্যমকে কমল হাসান জানিয়েছেন, রাজনীতিতে যোগ দিয়ে তিনি ভুল করেননি।  তাঁর কাজকর্ম বেড়েছে। অভিনয়ের দিন যাপন ব্যাহত হয়নি। দিব্যি আগের মতোই আছেন। শুটিংয়ে যোগ দেন , রুটিন বদলায়নি।

দক্ষিণ ভারতে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে অংশগ্রহণ নতুন নয়। এন টি রামারাও, জয়ললিতা থেকে রজনীকান্ত পর্যন্ত জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই সরাসরি রাজনীতি করেছেন, প্রশ্নাতীত তাঁদের সাফল্য।  দক্ষিণি জাতিসত্ত্বার রাজনৈতিক দাবি তাঁরা এড়িয়ে যাননি।  কমল হাসন তাঁদেরই উত্তরসূরী।


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!