শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
এবার কঙ্গনার টার্গেট হলেন গঙ্গুবাই-এর আলেয়া । দিন কয়েক আগে প্রকাশ্যে আসে সঞ্জয় লীলা বনশালির ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র ট্রেলার। লেখক হুসেন জায়েদির ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি । কাথিয়াওয়াড়ির মেয়ে গঙ্গা হরজীবনদাসের জীবন কাহিনির ভিত্তিতে । গঙ্গার চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ।
ট্রেলার দেখেই উচ্ছ্বসিত দর্শক । দূষ্টি থেকে শরীরী ভাষা সবেক্ষেত্রেই বাস্তবকে রিলে ফুটিয়ে তুলেছেন শক্তিধর অভিনেত্রী । সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে গঙ্গুবাই আলিয়াকে নকল করছে একটি শিশু । ভিডিওটি দেখেই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী কঙ্গনা— ভিডিওতে বাচ্চাটি যে চরিত্রকে নকল করেছে তা একজন যৌনকর্মীর, এই অনুকরণ শৈশব সুলভ নয়। কঙ্গনা তাঁর পোস্টে ট্যাগ করেছেন নারী ও শিশু কল্যান মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানিকে। লিখেছেন, ‘মুখে বিড়ি দিয়ে যে সংলাপ বাচ্চাটি বলছে তা অবিকল যৌনকর্মীদের মতো। ওর শরীরী ভাষা দেখুন। এই বয়সে কোনও শিশুকে এভাবে পেশ করা কি সঙ্গত? এভাবেই হাজার হাজার শিশুকে ব্যবহার করা হচ্ছে। যা গুরুতর অন্যায় । ‘ আগামী ২ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34