শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
এর আগে গত মাসে সাময়িকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে বোরখা, গেরুয়া স্কার্ফ সহ যাবতীয় ধর্মীয় প্রতীক বহনকারী পোশাক নিষিদ্ধ করে দেয়। এরপর আজ এই মামলায় রায় দিল মহামান্য আদালত ।
শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্ক সংক্রান্ত মামলায় আজ রায় দিল হাইকোর্ট। উদুপি জেলার কয়েকজন ছাত্রী ক্লাসরুম ও শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার আবেদন জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান। সেই মামলাতেই আজ কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থী হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা আর্জি খারিজ করে দিয়েছেন।
রায় দিতে গিয়ে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন, ‘আমরা নিজেরাই এই বিষয়ে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছিলাম। উত্তর পাওয়া গেছে । আমরা জানতে চেয়েছিলাম— ইসলাম ধর্মচারণে কি হিজাব বাধ্যতামূলক? দুই. শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা কি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ করছে? তিন. গত ৫ ফেব্রুয়ারি সরকার যে নির্দেশিকা জারি করে, সেটি কি চিন্তাভাবনা না করেই জারি করা হয়েছিল? এ সকল প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। ইসলাম ধর্মবিশ্বাস অনুসারে, হিজাব বাধ্যমূলক নয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা আর্জি খারিজ করে দেওয়া হচ্ছে।
এর আগে গত মাসে কর্ণাটক হাইকোর্ট সাময়িকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব, গেরুয়া স্কার্ফ সহ যাবতীয় ধর্মীয় প্রতীক বহনকারী পোশাক নিষিদ্ধ করে দেয়। এরপর আজ এই মামলায় রায় দিল কর্ণাটক হাইকোর্ট।হাইকোর্টের আরও ঘোষণা —শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ইউনিফর্ম নির্ধারণ করার অধিকার রয়েছে এবং কলেজগুলিতে হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীদের দায়ের করা ৫ ফেব্রুয়ারির রিট পিটিশন খারিজ করে দেয় কর্ণাটক আদালত।
এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ উদুপি কলেজের পড়ুয়ারা। শীর্ষ আদালতে কর্মরত এক আইনজীবী আনাস তনবীর টুইট করে একথা জানিয়েছেন।
Met my clients in Hijab matter in Udupi. Moving to SC soon In sha Allah. These girls will In sha Allah continue their education while exercising their rights to wear Hijab. These girls have not lost hope in Courts and Constitution.#Hijab pic.twitter.com/MFVJkQGj5T
— Anas Tanwir (बुकरात वकील) (@Vakeel_Sb) March 15, 2022
এদিন সকালে হাই কোর্ট রায় দিতেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন পড়ুয়ারা। সেকথা জানিয়ে তিনি টুইটার পোস্টে জানিয়ে দেন তাঁর মক্কেলরা হিজাব প্রসঙ্গে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। তাঁর কথায় এই মেয়েগুলো আদালত ও সংবিধানের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। ‘
বহু প্রতীক্ষিত হিজাব মামলার রায়দানের আগে গোটা রাজ্যের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। রাজধানী বেঙ্গালুরুতেও ব্যাপক পুলিশি নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্থ সমস্ত রকম জমায়েত, প্রতিবাদ কর্মসূচি বা উৎসব অনুষ্ঠান বাতিল করেছেন ২১ মার্চ পর্যন্ত। সোমবার সন্ধেয় হাইকোর্টের আধিকারিকদের সঙ্গে শীর্ষ পুলিশকর্তাদের বৈঠকের পরই এই নির্দেশিকা জারি হয়েছে। হিজাব কাণ্ডের মূল কেন্দ্র উদুপি এবং দক্ষিণ কন্নড়ে জেলা প্রশাসন সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে মঙ্গলবার।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34