Advertisement
  • কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
  • জুন ২, ২০২২

উচ্চশিক্ষায় আরেক দৃষ্টান্ত,৭৩এর লক্ষ্ণণকে বুদ্ধে ডিলিট

আরম্ভ ওয়েব ডেস্ক
উচ্চশিক্ষায় আরেক দৃষ্টান্ত,৭৩এর লক্ষ্ণণকে বুদ্ধে ডিলিট

প্রত্যক্ষ রাজনীতির জীবনে ছিলেন আলোচিত, হলদিয়ার আর্থসামাজিক পট পরিবর্তনের অন্যতম রূপকার, বামফ্রন্টের আমলে, সিঙ্গুর-নন্দীগ্রামে শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়ে ব্যাপক সমালোচিতও হয়েছিলেন । ২০১১ সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের তিনবছর পর দল থেকে বহিষ্কৃত হন । পরবর্তী সময়ে রাজনীতির পরিসরে নানান বাঁক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছেন পূর্ব মেদনীপুরের তিনবারের প্রাক্তন সিপিআইএম সাংসদ লক্ষ্মণ শেঠ ৷সাংসদ থাকাকালীন হলদিয়ায় শুরু করেছিলেন শিক্ষা সংগঠনের কাজ। গড়ে তুলেছিলেন আইকেয়ার। আজও তিনি পূর্ব মেদনীপুরে শিক্ষাসংগঠনের প্রাণপুরুষ।

প্রত্যক্ষ রাজনীতির পরিসর থেকে নিজেকে খানিকটা সরিয়ে রেখেই শুরু করেছিলেন গবেষণা, ইতিহাস চর্চা । ২০১৯ এ কর্ণাটকের মহিশূর বিশ্ববিদ্যালয় থেকে ‘গান্ধীজির গণতন্ত্র ভাবনা ও বর্তমানে তার প্রাসঙ্গিকতা’ বিষয়ে ডক্টরেট করেন অর্জন করেন৷ এবার ভগবান বুদ্ধের মতবাদের উপর গবেষণা করে পেলেন ডিলিট। ৭৩ বছরে,গবেষণা করে ডিলিট সম্মান, দেশের উচ্চশিক্ষার ইতিহাসে সম্ভবত প্রথম । কর্ণাটকের টুমকুর বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মান দেওয়া হল তাঁকে।

২৮ মে, শনিবার হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সত্যেন্দ্রনাথ বোস প্রেক্ষাগৃহে, টুমুকুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লক্ষ্মণ শেঠকে ডিলিট প্রদান করেন । অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (মূল্যায়ন) ডঃ নির্মল রাজু৷ ওই সভায় তিনি বলেন, “শুধু ডিলিট নয়, লক্ষ্মণ চন্দ্র শেঠের ৭০ বছর বয়সে ডক্টরেট ডিগ্রি অর্জন একটি বিরলতম উদাহরণ । এরপর ডিলিট অর্জন আরও কঠিন কাজ । সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও একাধিক বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপকরা ওই বিষয়ের ওপর আবেদনকারীর তৈরি করা থিসিস বা গবেষণাপত্রটি খতিয়ে দেখেন। এক্ষেত্রে টুমকুর বিশ্ববিদ্যালয়ের বাইরেও, কর্ণাটক বিশ্ববিদ্যালয়, কালিকট বিশ্ববিদ্যালয়, বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়, গোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সেই মূল্যায়নের কাজটি করেছেন। ডিলিট প্রাপ্তিতে খুশী লক্ষ্মণ শেঠ বলেছেন, গান্ধীজির ওপর ডক্টরেট করার পর আমি ডিলিট করার জন্য বেছে নিয়েছিলাম গৌতম বুদ্ধের জীবন ও দর্শনকে। মাঝে কোভিডে আক্রান্ত হই৷ এখনও করোনা উত্তর সমস্যায় চিকিৎসাধীন রয়েছি৷ এরকম অবস্থায় আমার গবেষণা থামেনি, নানা ধরণের প্রাথমিক সূত্র স্পর্শ করে গবেষণা সম্পূর্ণ করতে পেরেছি বলে ভালো লাগছে ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!