Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ১৭, ২০২২

লতার অবস্থা স্থিতিশীল। ভুয়ো খবরে ক্ষুদ্ধ কিংবদন্তির মুখপাত্র।

লতার অবস্থা স্থিতিশীল। ভুয়ো খবরে ক্ষুদ্ধ কিংবদন্তির মুখপাত্র।

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে, ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীর মুখপাত্র।কিংবদন্তি সংগীতশিল্পীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে । পিটিআইকে লতাজির মুখপাত্র জানিয়েছেন, শিল্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তিনি সংকটজনক অবস্থায় রয়েছেন। এই ধরনের ভুল খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন লতার মুখপাত্র ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!