শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে, ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীর মুখপাত্র।কিংবদন্তি সংগীতশিল্পীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে । পিটিআইকে লতাজির মুখপাত্র জানিয়েছেন, শিল্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তিনি সংকটজনক অবস্থায় রয়েছেন। এই ধরনের ভুল খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন লতার মুখপাত্র ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34