Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৪

প্রয়াত গজল সম্রাট পঙ্কজ উদাস

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রয়াত গজল সম্রাট পঙ্কজ উদাস

সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। প্রয়াত প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, গজল সম্রাট পঙ্কজ উদাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর । সোমবার নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

দীর্ঘ অসুস্থতা জনিত কারণেই ২৬ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী গজল সম্রাট পঙ্কজ । সোশ্যাল মিডিয়ায় তাঁর কন্যা নায়াব পিতার মৃত্যুর সংবাদ জানান।

৪০ বছরেরও বেশি সময় ধরে দেশে বিদেশে শ্রোতার চিত্তজয় করেছেন পদ্মশ্রী প্রাপ্ত এই শিল্পী । তাঁর মৃত্যুতে বলিউড-সহ, গোট দেশে শোকের ছায়া। টুইটারে তাঁর পরিবারের তরফে গজল শিল্পী মৃত্যুর খবর দিতেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন গুণমুগ্ধরা ।

নিজের সুরে তাঁর গাওয়া ‘চাঁদি জ্যায়সা রূপ হ্যায় তেরা’ প্রবল জনপ্রিয়তা পেয়েছে । ‘নাম’ ছবির ‘চিঠ্ঠি আয়ি হ্যায়’ থেকে শুরু করে তাঁর গাওয়া একাধিক হিন্দি ছায়াছবির গানও মুগ্ধ করেছে শ্রোতাদের। দেশের প্রথমসারির সুরকারদের সঙ্গে কাজ করেছেন। ‘এক হি মকসদ’ ছবির সুরকার ছিলেন তিনি। বাংলাযতেও গেয়েছেন গান ।

গুজরাটের জেতপুরে পঙ্কজের জন্ম । ১৯৮০-তে তাঁর প্রথম অ্যালবাম ‘আহট’ প্রকাশিত হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!