Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৯, ২০২৩

‌রোনাল্ডোকে টপকে মেসির নতুন রেকর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
‌রোনাল্ডোকে টপকে মেসির নতুন রেকর্ড

দীর্ঘদিন ধরেই রেকর্ডের ব্যাপারে একে অপরকে টপকে যাওয়ার পালা চলছে। কখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টপকে যাচ্ছেন লিওনেল মেসিকে, কখনও আবার মেসি পেছনে ফেলছেন রোনাল্ডোকে। এবার রোনাল্ডোকে পেছনে ফেলে আরও এক রেকর্ডের মালিক হয়ে গেলেন লিওনেল মেসি। ইউরোপের সেরা ৫ লিগে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গেলেন তিনি।

ইউরোপের সেরা ৫ লিগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিদ, জুভেন্টাসের হয়ে ৬২৬ ম্যাচে ৪৯৫ গোল করেছিলেন রোনাল্ডো। রবিবার ফরাসি লিগে স্ত্রাসবুর্গের বিরুদ্ধে গোল করে ৪৯৬ গোলে পৌঁছে গেলেন লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে তিনি অনেক কম ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করলেন। রোনাল্ডোর রেকর্ড ভাঙতে মেসির লেগেছে ৫৭৭ ম্যাচ।

বেশ কিছুদিন ধরেই একই আসনে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। স্ত্রাসবুর্গের বিরুদ্ধে গোল করে এগিয়ে গেলেন মেস। এই মুহূর্তে রোনাল্ডোর পক্ষে মেসিকে টপকে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ রোনাল্ডো সৌদি আরবের প্রো লিগে খেলছেন। রোনাল্ডোকে টপকে গেলেও মেসি অবশ্য দলকে জেতাতে পারেননি। স্ত্রাসবুর্গের সঙ্গে ১–১ ড্র করে প্যারিস সাঁ জাঁ। ম্যাচের ৫৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। এমবাপের পাশ থেকে তিনি গোল করেন। ২০ মিনিট পর স্ত্রাসবুর্গের হয়ে সমতা ফেরান কেভিন গ্যামেরিও।

এদিন  স্ত্রাসবুর্গের বিরুদ্ধে ড্র করার সঙ্গে সঙ্গে ফরাসি লিগ জিতল প্যারিস সাঁ জাঁ। চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের দরকার ছিল ১ পয়েন্ট। ৩৭ ম্যাচে এই মুহূর্তে পিএসজির পয়েন্ট ৮৫। আর দ্বিতীয় স্থানে থাকা লেন্সের পয়েন্ট ৩৭ ম্যাচে ৮১। দুই দলেরই একটা করে ম্যাচ বাকি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!