- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- সেপ্টেম্বর ২২, ২০২৩
রুপার্ট মার্ডক ফক্স এবং নিউজ কর্পের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন, দায়িত্ব সামলাবেন ছেলে

মিডিয়া মোগল রুপার্ট মার্ডক ‘ফক্স’ এবং ‘নিউজ কর্প’-এর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন । বৃহস্পতিবার তিনি নিজেই এই ঘোষণা করেছেন। তাঁর জায়গায় ‘নিউজ কর্প’-এর চেয়ারম্যান হতে চলেছেন ছেলে লাচলান মার্ডক। ‘ফক্স’ সংস্থারও চেয়ারম্যান তথা সিইও পদে বসতে চলেছেন মার্ডক-পুত্র। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এখন এই দুই সংস্থার সাম্মানিক চেয়ারম্যান পদে আপাতত থাকছেন ৯২ বছরের মিডিয়া মোগল।
সিএনএন-এর সঙ্গে পাল্লা দিয়ে মিডিয়া জগতে নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠিত করতে ১৯৯৬ সালে ফক্স নিউজ তৈরি করেন মার্ডক। ক্রমে তাঁর সংবাদ মাধ্যম আমেরিকার কেবল নিউজ চ্যানেলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করে। ফোর্বস পত্রিকা বলছে, তাঁর সম্পত্তির পরিমাণ এখন ১৭০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ ৪১ হাজার কোটি টাকা। ফক্স নিউজের পাশাপাশি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট-সহ একাধিক সংবাদ মাধ্যমের মালিক হলেন মার্ডক।
সিএএন জানিয়েছে, সংস্থার কর্মীদের উদ্দেশে একটি স্মারক লিখেছেন মার্ডক। তাতে তিনি লিখেছেন, ‘‘সমগ্র পেশাগত জীবনে আমি রোজ খবর এবং সাম্প্রতিক সংবাদ বিষয়ক ভাবধারার সঙ্গে জড়িয়ে থেকেছি। এই ভাবনার কোনও পরিবর্তন হবে না। এ বার আমার অন্য ভূমিকায় অবতীর্ণ হওয়ার সঠিক সময় এসেছে। কারণ আমি জানি, আমাদের এক দারুণ প্রতিভাশালী দল এবং লাচলানের মতো আবেগপ্রবণ, নীতিনিষ্ঠ নেতা রয়েছেন, যিনি এ বার এই দুই সংস্থার চেয়ারম্যান হতে চলেছেন।’’ তিনি এও জানিয়েছেন যে, নিজেদের কাজে গর্বিত হওয়া উচিত নয় কিন্তু এ যাবৎ তাঁরা যা অর্জন করেছেন, তার জন্য তিনি সত্যিই গর্বিত।
❤ Support Us