- ভা | ই | রা | ল
- মার্চ ১, ২০২২
‘অস্ত্র হাতে’ ইউক্রেনের সেরা সুন্দরী !
ভাইরাল ছবি নিয়ে খোলাখুলি পোস্ট--- আমি দেখাতে চাই, ইউক্রেনের মহিলারা কনফিডেন্ট ।

২০১৫ সালে মিস ইউক্রেন খেতাব জয় করেছিলেন আনাসতাসিয়া লেন্না। দেশের সেরা সুন্দরী। সম্প্রতি চকচকে দুনিয়া ছেড়ে বাস্তবের রক্তাক্ত জমিতে অস্ত্র হাতে দেখা গেল তাঁকে । ছবিটি ভাইরাল হতেই আনাসতাসিয়া পোস্ট করে জানালেন, আমি সেনাবাহিনীর অংশ নই। একজন সাধারণ মহিলা। ইউক্রেনের বাসিন্দা। ওই ছবিতে প্রোপাগান্ডা তৈরি করতে চাইনি, শুধু দেখাতে চেয়েছি, ইউক্রেনের মহিলারা যেমন শক্তিশালী, তেমনি কনফিডেন্ট।’
❤ Support Us