শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
চন্দ্রযান ৩ এবং আদিত্য এল ১ মিশনে সাফল্য পাওয়ার পর এবার সমুদ্র মিশনে নামতে চলেছে ভারত। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সোমবার তিনি বলেছেন যে, ভারত তার প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্র মিশন ‘সমুদ্রযান’–এ ৬ কিলোমিটার গভীর সমুদ্রে তিনজন মানুষ পাঠানোর পরিকল্পনা করছে।
Next is “Samudrayaan”
This is ‘MATSYA 6000’ submersible under construction at National Institute of Ocean Technology at Chennai. India’s first manned Deep Ocean Mission ‘Samudrayaan’ plans to send 3 humans in 6-km ocean depth in a submersible, to study the deep sea resources and… pic.twitter.com/aHuR56esi7— Kiren Rijiju (@KirenRijiju) September 11, 2023
কিরেন রিজিজু টুইটারে ‘মাতস্য ৬০০০’–এর একটা ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে একটা মনুষ্যচালিত সাবমার্সিবল দেখা গেছে, যা সমুদ্রযান মিশনের অংশ হিসাবে মহাসাগরের গভীরতা অন্বেষণ করবে। রিজিজু সাবমার্সিবল পরিদর্শন করে বলেন, এটা চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজিতে তৈরি করা হচ্ছে।
টুইটারে সাবমার্সিবলের ছবি পোস্ট করে রিজিজু লিখেছেন, ‘এর পরের সমুদ্রযান। এটা চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজিতে নির্মাণাধীন ‘মাতস্য ৬০০০’ সাবমার্সিবল। ভারতের প্রথম মনুষ্যবাহী ডিপ ওশান মিশন সমুদ্রযান। একটা সাবমার্সিবলে ৬ কিলোমিটার সমুদ্রের গভীরতায় ৩ জন মানুষকে পাঠানোর পরিকল্পনা করেছে। গভীর সমুদ্রের সম্পদ এবং জীববৈচিত্র্য মূল্যায়ন। প্রকল্পটি সমুদ্রের বাস্তুতন্ত্রকে নষ্ট করবে না।’
তিনি আরও লিখেছেন, ‘এই সাবমার্সিবল একবার চালু হলে, তিনজন মানুষ গভীর সমুদ্রের সম্পদ এবং জীববৈচিত্র্য মূল্যায়ন অধ্যয়ন করতে সমুদ্রের গভীরে যেতে পারবে। গভীর মহাসাগর মিশন প্রধানমন্ত্রী @narendramodi জি’–র ‘ব্লু ইকোনমি’ দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে এবং দেশের অর্থনৈতিক বৃদ্ধি, জীবিকা ও চাকরির উন্নতি এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের স্থায়ী ব্যবহারের পরিকল্পনা করে।’
৪ বছর আগের চন্দ্রযান ২ মিশনের ব্যর্থতা কাটিয়ে ২৩ আগস্ট ভারতের চাঁদ মিশনের চন্দ্রযান ৩ ল্যান্ডার মডিউল সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। প্রথম দেশ হিসেবে ভারত এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে। এরপর ২ সেপ্টেম্বর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দেশের প্রথম সৌর মিশন আদিত্য এল ১ চালু করেছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34