Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৪

নেই রোহিত, আইপিএলের সেরা ১৫ অধিনায়ক ধোনি

আরম্ভ ওয়েব ডেস্ক
নেই রোহিত, আইপিএলের সেরা ১৫ অধিনায়ক ধোনি

১৬ বছর ধরে চলছে আইপিএল। সেরা একাদশ, সেরা ওপেনিং জুটি থেকে শুরু করে বিভিন্ন পজিশনে সেরা ক্রিকেটারদের বেছে নিতে আলোচনায় বসেছিলেন ওয়াসিম আক্রাম, ডেল স্টেন, ম্যাথু হেডেনের মতো তারকারা। সবাই একটা বিষয়ে একমত, মহেন্দ্র সিং ধোনি ছাড়া নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কেউ নেই। ধোনিকেই আইপিএলের সেরা ১৫ জনের দলের  অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন বিশেষজ্ঞরা।
ওয়াসিম আক্রম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইন এবং ৭০ জন সাংবাদিক মিলে আইপিএলের সর্বকালের সেরা ১৫ জনের দল বাছাই করেছেন। ২০০৮ সালের প্রথম সংস্করণ থেকে শুরু করে এখনও পর্যন্ত আইপিলে ক্রিকেটারদের মধ্যে সেরাদের বেছে নেওয়া হয়েছে। দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে ধোনিকেই। তিনি অধিনায়ক হিসেবে পাঁচটি ট্রফি জিতেছেন এবং তাঁর দল চেন্নাই সুপার কিংস সাফল্যের বিচারে সবার ওপরে।
ধোনিকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া প্রসঙ্গে ডেল স্টেন বলেন, ‘‌ধোনি দুটো বিশ্বকাপ জিতেছে, আইসিসি ট্রফিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে। পাঁচ বার আই পিএল খেতাব। ওকে ছাড়া ক্যাপ্টেনের কথা ভাবতে পারা যাবে না।’‌ ওয়াসিম আক্রাম থেকে ম্যাথু হেডেন, সবাই এই বিষয়ে একমত। সেরা ১৫ জনের দলে ভারত থেকেই সবথেকে বেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন।
ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নার এবং বিরাট বিরাট কোহলিকে। এছাড়া ভারত থেকে সেরা একাদশে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব, সুরেশ রায়না, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরারা। । সেরা ১৫ জনের দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা:‌ ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, সুর্যকুমার যাদব, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রশিদ খান, সুনীল নারাইন, লাসিথ মালিঙ্গা, যশপ্রীত বুমরা, কিয়েরণ পোলার্ড। দলের কোচ হিসেবে পছন্দ স্টিফেন ফ্লেমিং।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!