Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২৫, ২০২২

আবার ফরাসি প্রেসিডেন্ট হলেন ম্যাকরঁ, ‘বন্ধু’কে শুভেচ্ছা জানালেন মোদি

টুইট করে লিখলেন, 'অভিনন্দন! ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে হাতে হাত ধরে কাজ করব আমরা।'

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার ফরাসি প্রেসিডেন্ট হলেন ম্যাকরঁ, ‘বন্ধু’কে শুভেচ্ছা জানালেন মোদি

প্রত্যাশামতোই দ্বিতীয়বার ফরাসি প্রেসিডেন্টের কুর্সিতে বসলেন ইমানুয়েল ম্যাকরঁ । অতি ডানপন্থীদের হারিয়ে আবার ক্ষমতায় ফেরায় উচ্ছ্বসিত ম্যাকরঁর সমর্থকরা। ভারতীয় সময় অনুযায়ী, সোমবার ভোর নাগাদ এই খবর পেয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে লিখলেন, ‘অভিনন্দন! ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে হাতে হাত ধরে কাজ করব আমরা।’


ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এপি/পিটিআই ।

রবিবার ফরাসি সময় অনুযায়ী সকাল থেকে ভোটগণনা চলছিল। সময় যত এগোয়, ততই ম্যাকরঁর ভোটবাক্স পূর্ণ হতে থাকে। ক্রমশ পিছোতে থাকেন প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেন । ৯৭ শতাংশ ভোটগণনা শেষে দেখা যায়, ম্যাকরঁ পেয়েছেন ৫৭.৪ শতাংশ ভোট এবং লে পেনের ঝুলিতে এসেছে ৪২ শতাংশ ভোট। অর্থাৎ লড়াই বেশ টক্কর ছিল বোঝা যায়। জয়ের ইঙ্গিত স্পষ্ট হতে রাতেই প্যারিসের আইফেল টাওয়ারের নিচে জমায়েত করেন ম্যাকরঁর সমর্থকরা। এরপর গভীর রাতে স্ত্রীকে নিয়ে জনসমক্ষে হাজির হন নবনির্বাচিত প্রেসিডেন্ট। সমর্থকদের উদ্দেশ্যে ম্যাকরঁর বার্তা, ‘অনেকেই আমাকে ভোট দিয়েছেন শুধুমাত্র অতি-ডানপন্থী লে পেনকে ক্ষমতায় আসতে দেবেন না বলে। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে আমাদের সরকার তাঁদের সমস্ত চাহিদা মেটাবে। ফ্রান্সের একজন নাগরিকও অবহেলায় পড়ে থাকবেন না। প্রত্যেকের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করব।’

দেশের বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান জানিয়েছেন, যেহেতু ম্যাকরঁই পুনর্নির্বাচিত হয়েছেন, তাই সবরকম সরকারি নীতি প্রায় একই থাকবে। তবে এবার দেশের আমজনতার চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে।

রাতেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানান ম্যাকরঁকে। বেলজিয়াম, জার্মানি, ব্রিটেন তাঁর জয়ে আনন্দ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!