শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে বাংলার ট্যাবলো বাদ দেওয়ার বিতর্ককে চাপা দিতে গিয়েই কি শেষ পর্যন্ত ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসিয়ে ‘বঙ্গ তোষণ’ বেছে নিল কেন্দ্র । এরকম প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয় । কেননা বাঙলার ট্যাবলোয় নেতাজির আই এন কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল । কেন্দ্র কি কারণে ট্যাবলোটি বাদ দেয়, তা পরিস্কার ভাবে জানায় নি। বিষয়টি নিয়ে নানাস্তরে অসন্তোষ দেখা দেয় । এবার অসন্তোষকে ঢাকা দিতে চায় দিল্লির শাসক গোষ্ঠি , হঠাৎ ঘোষণা করল নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে ইন্ডিয়া গেটে সুভাষ চন্দ্র বসুর মূর্তি বসানো হবে । গ্রানাইট দিয়ে তৈরি মূর্তিটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হলোগ্রাম মূর্তিটি ইন্ডিয়া গেটে দাঁড়িয়ে থাকবে । ২৩ জানুয়ারী এর উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী নিজেই ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34