Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১, ২০২৪

নতুন বছরে রাজ্যের নতুন মুখ্যসচিব গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী, নতুন দায়িত্বে দ্বিবেদী

আরম্ভ ওয়েব ডেস্ক
নতুন বছরে রাজ্যের নতুন মুখ্যসচিব গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী, নতুন দায়িত্বে দ্বিবেদী

নতুন বছরে রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন ভগবতী প্রসাদ গোপালিকা। স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী চক্রবর্তী সদ্যপ্রাক্তন রাজ্যের মুখ্যসচিব মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পদে এলেন। হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যসচিব পদ থেকে ৩১ ডিসেম্বর অবসর নিয়েছেন। তার ফলেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকাককে মুখ্যসচিব পদে আনা হল এবং রাজ্যের পর্যটন সচিবকে আনা হল স্বরাষ্ট্রসচিব পদে।

হরিকৃষ্ণ দ্বিবেদীর অবসর গ্রহণের ফলে বর্ষশেষের দিন রাজ্য প্রশাসনের শীর্ষমহলে এই রদবদল ঘটল। রবিবার আলাদা তিনটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

গত সপ্তাহে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকাকে মুখ্যসচিব করার ইঙ্গিত দিয়েছিলেন। রবিবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই মুখ্যসচিব হিসেবে গোপালিকার নাম ঘোষণা হয়। রবিবারই প্রথা মেনে নবান্নে বিদায়ী মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তাঁর উত্তরসূরি বি পি গোপালিকা। তবে রাজ্য প্রশাসনিক মহলের,

এই জল্পনা ছিলই যে স্বরাষ্ট্রসচিবই রাজ্যের পরবর্তী মুখ্যসচিবের দায়িত্ব পেতে চলেছেন। রবিবার এই জল্পনা সত্যি করে আনুষ্ঠানিক ভাবে বি পি গোপালিকা দায়িত্ব গ্রহণ করলেন। স্বরাষ্ট্রসচিব পদে যে ভাবে নন্দিনী চক্রবর্তীকে আনা হয়েছে, তাতে প্রশাসনিক মহল অবাক, তবে বি পি গোপালিকার মুখ্যসচিব পদে আসার ঘটনায় নতুন কোনও বিস্ময়ের জন্ম হয়নি প্রশাসনিক মহলে।

স্বরাষ্ট্রসচিব পদে কাকে নিয়োগ করা হবে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশাসনিক মহলে আলোচনা চলছিল। এর মধ্যে অর্থ সচিব মনোজ পন্থ, বন দফতরের সচিব বিবেক কুমার, শ্রম দফতরের সচিব বরুণ রায়ের নাম উঠে এসেছিল। এ ছাড়া তালিকায় ছিল বরিষ্ঠ আমলা প্রভাত মিশ্রের নামও। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনা মিথ্যে প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রসচিব পদে নিয়ে এলেন রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তীকে।

রবিবারের জারি করা সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নন্দিনীকে পর্যটন দফতরের পাশাপাশি স্বরাষ্ট্র এবং পাহাড় সংক্রান্ত বিষয়ের প্রধান সচিব হিসাবেও নিয়োগ করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই সবকটি দায়িত্বই সামলাবেন। এ ছাড়া নন্দিনীর হাতে মেদিনীপুর ডিভিশনের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও থাকছে। নন্দিনী ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। অতীতে রাজ্যের বহু গুরুত্বপূর্ণ দফতরের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। বাম আমলে তো বটেই, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে নন্দিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনজরে আসেন বলে জানা যায়। সেই সময় শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর এবং তথ্য সংস্কৃতি দফতরের সচিবের মতো গুরুদায়িত্ব একসঙ্গে সামলেছেন নন্দিনী চক্রবর্তী। যদিও পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মতানৈক্যের কারণে প্রশাসনিক ক্ষেত্রে তাঁর গুরুত্ব কমতে থাকে। তবে সম্প্রতি সেই দূরত্ব কিছুটা কমেছিল।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব ছিলেন। কিন্তু সেই পদ থেকে তাঁকে সরিয়ে দেয় রাজভবন। তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!