Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১২, ২০২৪

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে পাকিস্তানকে জেতাতে ব্যর্থ শাহিন আফ্রিদি

আরম্ভ ওয়েব ডেস্ক
অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে পাকিস্তানকে জেতাতে ব্যর্থ শাহিন আফ্রিদি

দলকে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রাক্তন অধিনায়ক বাবার আজম। তিনি আউট হতেই যাবতীয় সম্ভাবনা শেষ। ২১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে হারতে হল পাকিস্তানকে। অধিনায়ক হিসেবে টি২০ অভিষেক সুখের হল না শাহিন শাহ আফ্রিদির। নিউজিল্যান্ডের কাছে হার ৪৬ রানে।
ম্যাচের শুরুটা দেখে মনে হয়নি পাকিস্তান হারতে পারে। প্রথম ওভারেই কিউয়ি ওপেনার ডেভন কনওয়েকে (০)‌ তুলে নিয়েছিলেন শাহিন আফ্রিদি। তবে নিজের পরের ওভারটা নিশ্চিতভাবেই ভুলতে চাইবেন পাকিস্তান অধিনায়ক। সেই ওভারে ২টি ছক্কা ও ৩টি চারসহ ২৪ রান তোলেন ফিন অ্যালেন। টি২০ ক্রিকেটে ‌এটাই আফ্রিদির সবচেয়ে বেশি রান দেওয়া ওভার। অবশেষে ১৫ বলে ৩৪ রান করে আব্বাস আফ্রিদির বলে আউট হন ফিন অ্যালেন।
দীর্ঘিদিন পর টি২০ ক্রিকেটে ফেরা কেন উইলিয়ামসন ৪২ বলে ৫৭ রান করে আউট হন। এরপর ঝড় তোলেন ড্যারিল মিচেল। ২২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষপর্যন্ত ২৭ বলে ৬১ রান করে আউট হন। মার্ক চ্যাপম্যান ১১ বলে করেন ২৬। নির্ধারিত ২০ ওভারে  রানে নিউজিল্যান্ডের সংগ্রহ ২২৬/‌৮। এটাই পাকিস্তানের বিরুদ্ধে কোনও দেশের সর্বোচ্চ রান। ৩টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও আব্বাস আফ্রিদি।
পাকিস্তান অবশ্য শুরুটা ভাল করেছিল। বাবর আজমকে সরিয়ে ওপেনিংয়ে মহম্মদ রিজওয়ানের সঙ্গে নামেন সাইম আয়ুবকে। দুজনের ২.‌২ ওভারে ওঠে ৩৩ রান। মাত্র ৮ বলে ২৭ রান করে রান আউট হন সাইম। রিজওয়ানও (‌১৪ বলে ২৫)‌ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হননি। ৬ ওভারে পাকিস্তান তোলে ৬৪/‌২। বাবর আজম একপ্রান্ত ধরে রাখলেও অন্যপ্রান্তে উইকেট পড়তে থাকে। ১৫ ওভারে পাকিস্তানের রান ছিল ৪ উইকেট ১৫৯। ৩০ বলে দরকার প্রয়োজন ছিল ৬৮ রান। হাতে ৬ উইকেট। সেখান থেকে ১৮ বলের মধ্যে ২১ রানেই হারিয়েছে ৬ উইকেট। ফখর জামান করেন ১৫, ইফতিখার আমেদ ২৪, আজম খান ১০। বাবর আজম করেন ৩৫ বলে ৫৭। ১৮ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ২৫ রানে ৪ উইকেট নেন টিম সাউদি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!