Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৯, ২০২৩

বিপাকে ফেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা হল না বাংলাদেশের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিপাকে ফেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা হল না বাংলাদেশের

মেহেদী হাসান মিরাজের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ড্যারিল মিচেল যখন আউট হন,নিউজিল্যান্ডের স্কোর তখন ৬৯ রানে ৬ উইকেট। জয় থেকে ৬৮ রান দূরে কিউয়িরা। মনে হচ্ছিল বাংলাদেশের জয় শুধু সময়ের অপেক্ষা। প্রথম ইনিংসের মতোই ব্যাট হাতে রুখে দাঁড়ান প্লেন ফিলিপস। যোগ্য সহায়তা মিচেল স্যান্টনারের। এই দুজনের দাপটেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করল নিউজিল্যান্ড। দুই টেস্টের ফল ১-১। উত্তেজক দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড জিতল ৪ উইকেটে।

প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে নিউজিল্যান্ড। মনে হচ্ছিল কিউয়িরা হয়তো ১০০ রানের গন্ডি পার করতে পারবে না। বৃষ্টির জন্য দ্বিতীয় দিন এক বলও খেলা হয়নি। তৃতীয় দিন গ্লেন ফিলিপসের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ১৮০ রান তোলে নিউজিল্যান্ড। ৭২ বলে ৮৭ রানের অসাধারণ ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। শেষ দিকে কাইল জেমিসন ২০ রানের ও টিম সাউদি ১০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই দুই ব্যাটারের সৌজন্যে বাংলাদেশের রান টপকে যায় নিউজিল্যান্ড।

৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ২ উইকেটে ৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ। চতুর্থ দিন আজাজ প্যাটেলের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে বেঙ্গল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৪ রানের গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ রান করেন ওপেনার জাকির হোসেন। ৮৬ বলে ৫৯ রানের ইনিংস খেলে তিনি আজাজ প্যাটেলের বলে আউট হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১৫। মমিনুল হক করেন ১০। তাইজুল ইসলাম ১৪ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের আর কোনও ব্যাটার দু অঙ্কের রানে পৌঁছতে পারেননি। দুরন্ত বোলিং করে ৫৭ রানে ৬ উইকেট নেন আজাজ প্যাটেল। ৫১ রানে ৩ উইকেট নেন মিচেল স্যান্টনার।

জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়েকে (২) তুলে নেন শরিফুল ইসলাম। এরপর নিউজিল্যান্ডকে বড় ধাক্কা দেন স্পিনার তাইজুল ইসলাম। ফেরান কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে (১১)। হেনরি নিকোলসকে (৩) তুলে নিয়ে নিউজিল্যান্ডকে  চাপে ফেলে দেন মেহেদী হাসান মিরাজ। টম লাথামকেও (২৬) তুলে নেন তিনি। টম ব্ল্যান্ডেলকে (২) ফেরান তাইজুল ইসলাম। ড্যারিল মিচেলকে (১৯) তুলে নিয়ে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে দেন মিরাজ। এরপর পাল্টা আক্রমণ শানিয়ে বাংলাদেশ বোলারদের ছন্দ নষ্ট করে দেন গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার। এই জুটি নিউজিল্যান্ডকে জয় এনে দেয়। ৪৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন ফিলিপস। অন্যদিকে, ৩৯ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন স্যান্টনার। ১৩৯/৬ তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। ৫২ রানে ৩ উইকেট নেন মিরাজ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!