Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • অক্টোবর ১৪, ২০২২

ঢাকায় সমুনের একক সঙ্গীতানুষ্ঠানকে ঘিরে আবার জটিলতা, শেষ মুহূর্তে ভ্যেনু বদল

ঢাকায় সমুনের একক সঙ্গীতানুষ্ঠানকে ঘিরে আবার জটিলতা, শেষ মুহূর্তে ভ্যেনু বদল

সুমনের লাইভ অনুষ্ঠান ঘিরে ঢাকায় আবার জটিলতা । শেষ মুহূর্তে মিলল না পুলিসের অনুমতি । তরিঘড়ি ভ্যেনুতে বদল, জাতীয় জাদুঘরের বদলে অনুষ্ঠান হবে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ।

কবীর সুমনের প্রথম গানের অ্যালবাম তোমাকে চাই এর তিন দশক পূর্তিতে, ঢাকার পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট ‘সুমনের গান’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে । শনিবার থেকে তিন দিনের এ আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালেই ঢাকা পৌঁছেছেন ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী সুমন। তিন দিনের একটি গানের অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রেক্ষাগৃহে । অনুষ্ঠান সূচী অনুযায়ী ১৫, ১৮ এবং ২১ অক্টোবর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলা খেয়াল এবং আধুনিক বাংলা গানের একক অনুষ্ঠান করবেন সুমন । তিন দিনের এই অনুষ্ঠানের টিকেট বিক্রি হয়েছে আগেই । কিন্তু ঢাকা মহানগর পুলিশ সায় না দেওয়ায় জাদুঘরে এই গানের অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয় । তাঁরা জানিয়েছেন, প্রেক্ষাগৃহে বসার যে বন্দোবস্ত আছে, তার থেকে বিক্রিত টিকিটের পরিমাণ অনেক বেশী । জাতীয় সম্পত্তির সুরক্ষার্থেই ঢাকা পুলিশ অনুমতি দিতে অপারগ। নিরাপত্তার কথা ভেবেই অন্যত্র অনুষ্ঠানের অনুমতি দিল ঢাকা পুলিশ।

যদিও বুধবারই এক সাংবাদিক সম্মেলনেও আয়োজকরা বলেছিল, তাদের প্রস্তুতি চূড়ান্ত । বিদেশি শিল্পীকে নিয়ে এই আয়োজনের সব অনুমতিই তারা নিয়েছেন । প্রসঙ্গত ২০০৯ এর অক্টোবরে, ঢাকায় কবীর সুমনের একক অনুষ্ঠানকে ঘিরেও জটিলতা তৈরি হয়েছিল। সেবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গান পরিবেশনে বাধা পেয়ে কলকাতায় ফিরেছিলেন শিল্পী । পরে, তীব্র অভিমানে কবীর সমুন বলেছিলেন বাংলাদেশে আর কখনও আসবেন না তিনি।

এবারের অনুষ্ঠানটি ঘিরে তরুণদের উৎসাহ দেখে ঢাকার আসার আগে এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে কবীর সুমন বলেছিলেন, “ আমার ৭৩ বছর চলছে। আর বেশি দিন তো নেই। আরো অনেক বছরও যদি বাঁচি, এই গলাটা তো আর থাকবে না । সুর তো থাকবে না। তাই যতদিন আছি, সকলে যদি শোনেন আমার খুব ভালো লাগবে।”

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!