Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ১২, ২০২২

রাফালের পালটা জে-১০সি, ভারতকে টক্কর দিতে ২৫টি চিনা যুদ্ধবিমান বায়ুসেনায় অন্তর্ভুক্ত করল ইসলামাবাদ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
রাফালের পালটা জে-১০সি, ভারতকে টক্কর দিতে ২৫টি চিনা যুদ্ধবিমান বায়ুসেনায় অন্তর্ভুক্ত করল ইসলামাবাদ ।

‘বন্ধু’ চিনের কাছ থেকে ২৫টি জে-১০সি যুদ্ধবিমান কিনে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করল ইসলামাবাদ । ৪.৫ জেনারেশনের মাঝারি আকার এবং হালকা ওজনের জে-১০সি যুদ্ধবিমানগুলি সম্পূর্ণ অস্ত্রসজ্জিত । কমব্যাট ক্ষমতাসম্পন্ন । আগামী ২৩ মার্চ পাকিস্তান দিবসে ইসলামাবাদের আকাশে কারিকুরি দেখাবে এই যুদ্ধবিমানগুলি ।শুক্রবার টুইট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘পাকিস্তানের দিকে চোখ তুলে তাকানোর আগে শত্রুদের ভাবতে হবে । পাক বায়ুসেনা এখন আগের চেয়েও বেশি শক্তিশালী হল।’

শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবের আটক জেলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানেই এই যুদ্ধবিমানগুলিকে বায়ুসেনায় অন্তর্ভুক্তি করা হয়। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে যুদ্ধবিমানগুলি কিনেছিল ইসলামাবাদ । সেখানে ইমরানের সদর্পে ঘোষণা, ‘দুর্ভাগ্যজনকভাবে এশিয়ার এই অংশের ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলছে । এবার সেই চেষ্টা প্রতিহত করতে আমাদের বায়ুসেনাকে আরও শক্তিশালী করা হল।’ তাঁর ভাষণে ভারতের রাফালে যুদ্ধবিমান কেনার বিষয়টিও উঠে আসে। উল্লেখ্য, ৪০ বছর আগে আমেরিকার থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিনেছিল পাকিস্তান । এর পর চার দশক পেরিয়ে গিয়েছে । এবার চিনের থেকে কেনা মাল্টিরোল যুদ্ধবিমান পাক সেনায় অন্তর্ভুক্ত হল ।

পাকিস্তানি বিমানবাহিনীর হাতে আমেরিকার তৈরি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে । রাফালের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম সেগুলি । কিন্তু তারপরও মাল্টিরোল যুদ্ধবিমান কিনে যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকতে চাইছে পাকিস্তান ।

উল্লেখ্য, ২০১৬ সালে ভারত ও ফ্রান্সের মধ্যে প্রায় ৫৯ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়। যেখানে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনার বিষয় ঠিক হয় । প্রায় দু’দশক পর নতুন কোনও অত্যাধুনিক বিদেশি যুদ্ধবিমান হাতে পেয়েছে ভারতীয় বায়ুসেনা । এবার ভারতকে টক্কর দিতে চিনা যুদ্ধবিমান ওড়াবে পাকিস্তান ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!