Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ১২, ২০২২

রাফালের পালটা জে-১০সি, ভারতকে টক্কর দিতে ২৫টি চিনা যুদ্ধবিমান বায়ুসেনায় অন্তর্ভুক্ত করল ইসলামাবাদ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
রাফালের পালটা জে-১০সি, ভারতকে টক্কর দিতে ২৫টি চিনা যুদ্ধবিমান বায়ুসেনায় অন্তর্ভুক্ত করল ইসলামাবাদ ।

‘বন্ধু’ চিনের কাছ থেকে ২৫টি জে-১০সি যুদ্ধবিমান কিনে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করল ইসলামাবাদ । ৪.৫ জেনারেশনের মাঝারি আকার এবং হালকা ওজনের জে-১০সি যুদ্ধবিমানগুলি সম্পূর্ণ অস্ত্রসজ্জিত । কমব্যাট ক্ষমতাসম্পন্ন । আগামী ২৩ মার্চ পাকিস্তান দিবসে ইসলামাবাদের আকাশে কারিকুরি দেখাবে এই যুদ্ধবিমানগুলি ।শুক্রবার টুইট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘পাকিস্তানের দিকে চোখ তুলে তাকানোর আগে শত্রুদের ভাবতে হবে । পাক বায়ুসেনা এখন আগের চেয়েও বেশি শক্তিশালী হল।’

শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবের আটক জেলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানেই এই যুদ্ধবিমানগুলিকে বায়ুসেনায় অন্তর্ভুক্তি করা হয়। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে যুদ্ধবিমানগুলি কিনেছিল ইসলামাবাদ । সেখানে ইমরানের সদর্পে ঘোষণা, ‘দুর্ভাগ্যজনকভাবে এশিয়ার এই অংশের ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলছে । এবার সেই চেষ্টা প্রতিহত করতে আমাদের বায়ুসেনাকে আরও শক্তিশালী করা হল।’ তাঁর ভাষণে ভারতের রাফালে যুদ্ধবিমান কেনার বিষয়টিও উঠে আসে। উল্লেখ্য, ৪০ বছর আগে আমেরিকার থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিনেছিল পাকিস্তান । এর পর চার দশক পেরিয়ে গিয়েছে । এবার চিনের থেকে কেনা মাল্টিরোল যুদ্ধবিমান পাক সেনায় অন্তর্ভুক্ত হল ।

পাকিস্তানি বিমানবাহিনীর হাতে আমেরিকার তৈরি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে । রাফালের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম সেগুলি । কিন্তু তারপরও মাল্টিরোল যুদ্ধবিমান কিনে যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকতে চাইছে পাকিস্তান ।

উল্লেখ্য, ২০১৬ সালে ভারত ও ফ্রান্সের মধ্যে প্রায় ৫৯ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়। যেখানে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনার বিষয় ঠিক হয় । প্রায় দু’দশক পর নতুন কোনও অত্যাধুনিক বিদেশি যুদ্ধবিমান হাতে পেয়েছে ভারতীয় বায়ুসেনা । এবার ভারতকে টক্কর দিতে চিনা যুদ্ধবিমান ওড়াবে পাকিস্তান ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!