শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বন্দী মুক্তি নিয়ে যারা আন্দোলন করে তারা এখন কোথায় ? আমাকে বিনা বিচারে বন্দি করে রাখা হয়েছে, সোমবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এমনই দাবি করলেন। পাশাপাশি বন্দমুক্তি আন্দোলনের অন্যতম নেতা সুজাত ভদ্রর নাম করে পার্থ চট্টোপাধ্যায় এই প্রশ্ন তুললেন।
এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের এই দাবি খারিজ করে দিয়েছেন সুজাত ভদ্র। তিনি বলেছেন, পার্থবাবু আদালতের কাছে জামিনের আবেদন করুক।
এক বছর অতিক্রান্ত নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তাঁকে আদালতে পেশ করার সময় সাংবাদিকদের পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এখন বন্দিমুক্তি কমিটি কোথায়? সুজাত ভদ্রকে জিজ্ঞাসা করুণ। আমায় বিনা বিচারে বন্দি রাখা হয়েছে। বন্দিমুক্তি কমিটি এখন নীরব?” সিবিআই বলছে এটা বৃহত্তর ষড়যন্ত্র, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “যে যা ইচ্ছে বলুক।”
এদিকে এই প্রসঙ্গে সুজাত ভদ্র জানিয়েছেন, “পার্থ চট্টোপাধ্যায়ের মতো অনেক বন্দি আছেন যাদের বিচার চলছে। তাছাড়া আমার মতে পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক বন্দি নয়। তাঁর বিরুদ্ধে চক্রান্তই হোক বা অন্য কিছু, তিনি একটি বিশেষ অভিযোগে অভিযুক্ত, তাঁকে চার্জশিট দেওয়া হয়েছে। তাই তিনি জামিন চাইলে আদালতের পদ্ধতির মাধ্যমে চাইতে পারেন।”
গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। তার পর পার্থর বান্ধবী অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা প্রচুর গহনা, অনেক বাড়ি, সম্পত্তির হদিশ মেলে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়ে জেল বন্দি অর্পিতা মুখেপাধ্যায় জানিয়েছেন, “এই দুর্নীতির কিংপিন পার্থ চট্টোপাধ্যায়।”
এর পরেও কী ভাবে পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ এবং বিনা বিচারে তাঁকে আটকে রাখা হয়েছে বলে দাবি করছেন? এই প্রশ্নও উঠছে। যদিও পুরো বিষয়টিই বিচারাধীন, তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34