- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৯, ২০২৩
দ্বিতীয় ইনিংসে নাটকীয় ধস পাকিস্তানের, সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

আগা সলমানকে নিয়ে ক্রমশ জয়ের দিকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মহম্মদ রিজওয়ান। প্যাট কামিন্সের বলে রিজওয়ান বিতর্কিত আউট হতেই ধস পাকিস্তানের ইনিংসে। মাত্র ১৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় টেস্টেও হার পাকিস্তানের। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জিতল ৭৯ রানে। একইসঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।
কখন মেঘ, কখনও রোদ্দুর। মেলবোর্ন টেস্টে পাকিস্তানের কাছে এভাবেই কেটেছে। অস্ট্রেলিয়ার ৩১৮ রানের জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২৬৪ রানে। ৫৪ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পরে অস্ট্রেলিয়া। একসময় ১৬ রানে ৪ উইকেট বিপর্যয়ে পরে। সেখান থেকে অস্ট্রেলিয়া তোলে ২৬২ রান।
তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ১৮৭ রান ছিল অস্ট্রেলিয়ার। চতুর্থ দিন আরও ৭৫ রান যোগ করে অস্ট্রেলিয়া। আগের দিন ১৬ রানে অপরাজিত থাকা অ্যালেক্স ক্যারি ৫৩ রান করে আউট হন। পাকিস্তানের হয়ে ৪টি করে উইকেট নেন মীর হামজা ও শাহিন আফ্রিদি।
জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১৭ রান। শুরুতেই ফিরে যান আব্দুল্লাহ শফিক (৪)। ইমাম উল হকও রান পাননি। তিনি করেন মাত্র ১২। ৪৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর দলকে টানছিলেন শান মাসুদ ও বাবর আজম। ১১০ রানের মাথায় আউট হন অধিনায়ক শান মাসুদ। তিনি করেন ৬০। এরপর ৪১ রান করে হ্যাজেলউডের বলে বোল্ড হন বাবর আজম। সৌদ শাকিল করেন ২৪। তিনি যখন আউট হন পাকিস্তানের রান ৫ উইকেটে ১৬২।
আগা সলমান ও মহম্মদ রিজওয়ানের ষষ্ঠ উইকেট জুটির ওপর ভর করে ২০০ রান পেরিয়ে যায় পাকিস্তান। এই জুটিই পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। জয়ের জন্য পাকিস্তানের যখন ৯৮ রান দরকার, তখন কামিন্সের একটা শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রিজওয়ান। অস্ট্রেলিয়ানদের আবেদনে ফিল্ড আম্পায়ার এটিকে আউট দেননি। অস্ট্রেলিয়া রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ রিজওয়ানকে আউট দেন। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন রিজওয়ান।
৩৫ রান করে আউট হন রিজওয়ান। তখন পাকিস্তানের রান ২১৯। পরের ৭ ওভারের মধ্যে ১৮ রানে বাকি ৪ উইকেট হারিয়ে ২৩৭ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। আগা সলমান ৭০ বলে ৫০ রান করেন। ৪৯ রানে ৫ উইকেট নেন কামিন্স। ৫৫ রানে ৪ উইকেট মিচেল স্টার্কের।
❤ Support Us