Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ১, ২০২২

২০ কেজি বিস্ফোরক দিয়ে মোদিকে উড়িয়ে দেব, প্রধানমন্ত্রীকে হত্যার ছক ফাঁস

আরম্ভ ওয়েব ডেস্ক
২০ কেজি বিস্ফোরক দিয়ে মোদিকে উড়িয়ে দেব, প্রধানমন্ত্রীকে হত্যার ছক ফাঁস

নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মুম্বই দফতরে। ঘটনাটি জানাজানি হতেই গোটা দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। সংশ্লিষ্ট মেলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে এক অপরিচিত ব্যক্তি। প্রেরকের সন্ধানে তদন্তে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।

মেলে ওই ব্যক্তি লিখেছেন, তার কাছে ২০ কেজি আরডিএক্স রয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করার ক্ষমতা রয়েছে। ইমেলে আরও উল্লেখ করা হয়, ‘আমি গোটা দেশের ২০টি জায়গায় ভয়াবহ বিস্ফোরণ ঘটাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার জীবন শেষ করে দিয়েছেন। তাই আমি ওনাকে ধ্বংস করে দেব। এমন অনেক মানুষের সাহায্য নিচ্ছি, যারা এই কাজে আমায় সহায়তা করবে।’ প্রেরক আরও জানিয়েছে, গত ২৮ ফব্রুয়ারি থেকে দেশের একাধিক জায়গায় সে স্লিপার সেল অ্যাক্টিভেট করে রেখেছে। যত দ্রুত সম্ভব নরেন্দ্র মোদীকে খুন করব। বোমা বিস্ফোরণে উড়িয়ে দেব তাঁকে। কাউকে ছাড়ব না। ২ কোটি মানুষকে মারব। সব জায়গায় বিস্ফোরণ ঘটাব। আমাকে আটকাতে পারলে আটকে দেখান।’

গোটা ঘটনার তদন্তের প্রস্তুতি শুরু করেছে এনআইএ। কোন কমপিউটার এবং আইপি অ্যাড্রেস ব্যবহার করে এই হুমকি মেল পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!