- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৯, ২০২৩
ক্লডিয়া গোল্ডিনকে অর্থনীতিতে নোবেল। মহিলাদের শ্রমবাজারের গবেষণা কে স্বীকৃতি। দুনিয়া জুড়ে আপ্লুত সমাজবিজ্ঞানীরা

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অধ্যাপক, অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। আজ সোমবার বিকেলে স্টকহোমে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আলফ্রেড নোবেলের স্মৃতিতে এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করেছে।
নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য ক্লডিয়া গোল্ডিনকে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। বিশ্বব্যাপী শ্রমবাজারে নারীদের অবদান খুব একটা উপস্থাপিত হয় না। কাজের ক্ষেত্রেও পুরুষদের তুলনায় তাঁদের মজুরি কম।
মার্কিন অধ্যাপক গোল্ডিন এ বিষয়ে ২০০ বছরের তথ্য সংগ্রহ করেছেন। বিশদ তথ্য বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে এবং কেন উপার্জন আর কর্মসংস্থানের হারে লিঙ্গ পার্থক্য পরিবর্তিত হয়েছে।
অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিনের জন্ম নিউইয়র্কে, ১৯৪৬ সালে। তিনি এখন হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন ৩ মার্কিন নাগরিক। তারা হলেন, বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ।
অধ্যাপক গোল্ডিনের নোবেল প্রাপ্তিতে মহিলাদের সমুহ অধিকার, বিশেষ করে সমমজুরির ন্যায় সুপ্রতিষ্ঠিত হল। দুনিয়া জুড়ে সমাজবিজ্ঞানী আর অর্থশাস্ত্রিরা তাঁকে অভিনন্দন জানিয়ে বলতে শুরু করেছেন, আমরা আপ্লুত। গোল্ডিনকে নোবেল সম্মান জানিয়ে প্রকারন্তরে নিজেকে সম্মান জানাল সুইডিশ একাডেমী।
❤ Support Us