শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
পূর্বাভাস সত্যি করে আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘে ঢাকা আকাশ দেখেই কেমন ঘোর লাগছিল। দোকানপাট, রাস্তাঘাটে ব্যস্ততা তুঙ্গে । আগামীকাল সরস্বতী পুজো। আর আজ শুক্রবার বেলা বাড়তেই বৃষ্টি শুরু বঙ্গে । সেই সঙ্গে একধাক্কায় তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি ।
কলকাতার পাশাপাশি হুগলি, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে দিনভর বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। পুজোর আগের দিন বৃষ্টি শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই প্রবল সমস্যায় গৃহস্থরা। একইভাবে মাথায় হাত ব্যবসায়ীদের।
শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। যার জেরে উত্তরবঙ্গে নেমেছে তাপমাত্রা। আগামিকাল সরস্বতী পুজোর দিনেও উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টি। তবে কলকাতায় আগামিকাল নাও হতে পারে বৃষ্টি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34