- স | হ | জ | পা | ঠ
- এপ্রিল ১৮, ২০২৩
এক দশকেই ভাঙবে চার শতকের রেকর্ড। দুহাজার তেরোর পর তেইশেই আবার হাইব্রিড সূর্যগ্রহণ
আগামী বৃহস্পতিবার এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে পৃথিবী। বিজ্ঞানীরা এই মহাজাগতিক ঘটনার নামকরণ করেছেন হাইব্রিড সূর্যগ্রহণ। এই ধরনের ঘটনা অভিনব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সকাল এগারোটা নাগাদ হাইব্রিড সূর্যগ্রহণের ফলে আকাশের আলো নিভে আসবে। দেখা দেবে আলো-আঁধারির রহস্যময়তা। সেইসময়ে চাঁদের ছায়া পৃথিবী ছুঁয়ে ছুঁয়ে অতিক্রম করবে দীর্ঘপথ। সূর্যকে স্পষ্ট দেখা যাবে না।
যে কয়েকটি জায়গা থেকে অভিনব হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে, তার ভিতর রয়েছে পশ্চিম অস্ট্রেলিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া। সকাল সাড়ে এগোরাটা নাগাদ এই অঞ্চলগুলি থেকে প্রত্যক্ষ করা যাবে হাইব্রিড সূ্র্যগ্রহণ। তবে ব্রিটেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে না বলে জানিয়েছে রয়্যাল অবজারভেটরি। প্রসঙ্গত, নানা ধরনের সূর্যগ্রহণ রয়েছে। যেমন, আংশিক সূর্যগ্রহণ। আংশিক সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে আংশিকভাবে ঢেকে দেয়। আর পূর্ণ সূ্র্যগ্রহণে সূর্য পুরোপুরিভাবে ঢাকা পড়ে। হাইব্রিড সূর্যগ্রহণে সূর্যের কতটা অংশ ঢাকা পড়বে, সেটা মহাজাগরিক নানা নিয়মকানুনের ওপর নির্ভরশীল।
সাধারণত ৪০০ বছর অন্তর এমন সূর্যগ্রহণ হয়। অর্থাৎ দুটি হাইব্রিড গ্রহণের ফারাক হয় চার শতকের, কিন্তু এবার ব্যতিক্রম। মাত্র একদশকের মধ্যেই এই মহাজাগতিক ঘটনার দ্বিতীয়বার সাক্ষী থাকবে পৃথিবী। এর আগে হাইব্রিড সূর্যগ্রহণ হয়েছে ২০১৩ সালে। ২০২৩ সালে ২০ এপ্রিলের পরে হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩১ সালের নভেম্বর মাসে।
রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ জানিয়েছে, এবছর হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ ভারত মহাসাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে। সংলগ্ন কিছু এলাকা থেকে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
বিজ্ঞানীরা এও জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার শত শত মাইল পৃথিবীজুড়ে চাঁদের ছায়া বিস্তৃত হবে। সতর্ক করা হয়েছে, হাইব্রিড সূর্যগ্রহণ চলাকালীন খোলা চোখে কেউ যেন আকাশের দিকে না তাকান। সানগ্লাস পরেও আকাশের দিকে না তাকানোই নিরাপদ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি কার্ডে ছিদ্র করে তার ভিতর দিয়ে হাইব্রিড সূর্যগ্রহণ দেখাটাই নিরাপদ।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০৯০ সালের ২৩ সেপ্টেম্বর ব্রিটেনবাসী সূর্যগ্রহণ দেখতে পাবেন ১৯৯৯ সালে সর্বশেষ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার পরে। আর ১৭২৪ সালের ২২ মে-এর পরে আয়ার্ল্যান্ডের মানুষ একইসঙ্গে দেখতে পাবেন সূর্যগ্রহণ। আর মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালের ২২ মে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন।
❤ Support Us