- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১১, ২০২৩
সাড়ে আট ঘণ্টা পর ইডির জেরা শেষ, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন রুজিরা

সাড়ে ৮ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০টা ৫৭ মিনিটে রুজিরাদেবী ইডির দফতরে যান। ইডি সূত্রে জানা যাচ্ছে, রুজিরাদেবীকে দু’দফায় জিজ্ঞাসা করা হয়। দুপুরে লাঞ্চ ব্রেক হয়, তার পর দ্বিতীয় দফায় জেরা করা হয়। অবশেষে সাড়ে আট ঘণ্টা পর ইডি দফতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বেরিয়ে যান।
ইডি সূত্রে জানা গেছে শিক্ষক নিয়োগ দূর্নীতিকাণ্ডে এই প্রথম রুজিরাদেবীকে ইডি তলব করে। লিপস এন্ড বাউন্ডস -এর ডিরেক্টর থাকার সময় তিনি কী ভূমিকা পালন করতেন? এই সংস্থা কী কাজ করে? নিয়োগের কাজে তাঁর কোনও ভূমিকা ছিল কী না সেই বিষয় রুজিরাদেবীকে জিজ্ঞাসা করা হয়।
এদিকে কুণাল ঘোষ বলেন, “এর আগেও রুজির বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল। তিনি তদন্তে সহযোগিতা করেছেন। আজও তাঁকে ডাকা হয়, তিনি গিয়েছিলেন, তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের পর রুজিরাদেবী বেরিয়ে গেছেন। এর মধ্যে অবাক হওয়ার কী আছে?”
এদিকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “তদন্ত চলছে আদালতের তত্ত্বাবধানে। তদন্তকারী সংস্থা জেক দরকার ডাকবেন, তাতে আমাদের কিছু বলার নেই। তবে আমরা চাই তদন্ত গতি প্রাপ্ত হোক, দোষীদের সাজা হোক।”
❤ Support Us