- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১৯, ২০২২
ইউক্রেন নিয়ে ভারতের ‘স্বাধীন’ অবস্থানকে স্বাগত জানাল রাশিয়া ।

ফাইল ফটো ।
ইউক্রেন নিয়ে ভারতের ‘স্বাধীন’ অবস্থানে সন্তোষ প্রকাশ করেছে রাশিয়া । শুক্রবার রুশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে নয়াদিল্লির ‘স্বাধীন, আদর্শপূর্ণ ও নিরপেক্ষ’ অবস্থানকে মস্কো স্বাগত জানাচ্ছে । উল্লেখ করা দরকার, ভারত আমেরিকা ও ন্যাটো গোষ্ঠীকে চটাতে চায় নি, আবার বহু দিনের বন্ধু রাশিয়াকে সন্তুষ্ট রাখতে কৌশলপূর্ণ নীতি মেনে পরিস্থিতি সামাল দিচ্ছে ।
বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেছেন, ‘শান্তিপূর্ণ ও গঠনমূলক কূটনীতির মাধ্যমেই ইউক্রেন সমস্যার সমাধান করতে হবে। এমন কোনও পদক্ষেপ নেওয়া উচিত নয় যা উত্তেজনা ছড়াতে পারে । বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, দিল্লি চায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠুক । কূটনৈতিক স্তরে লাগাতার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ২০১৪ সালেও রাশিয়া যখন ক্রিমিয়া দখল করে, তখনও ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রাখে ।
ইউক্রেন নিয়ে নয়াদিল্লির সংকট দ্বিমুখী । ভারতের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদি বন্ধুত্বকে বজায় রাখতে হবে । দ্বিতীয়ত, চিনকে নিয়ন্ত্রণে রাখতেও মস্কোকে দরকার । আমেরিকার চাপে ইউক্রেন নিয়ে সুর চড়িয়ে মস্কোকে বেজিংয়ের আরও কাছাকাছি ঠেলে দিতে চায় না। তাই আমেরিকা সুর চড়ালেও ভারত ইউক্রেন নিয়ে কোনও মন্তব্য করেনি । আবার অস্ত্র আমদানি ও বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক সুমধুর । মিউনিখ নিরাপত্তা সম্মেলন ও ফ্রান্সে অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক বৈঠকে যোগ দিতে বিদেশমন্ত্রী এস জয়শংকর এখন ইউরোপে । সেখানে তিনি সম্ভবত দিল্লির নিরপেক্ষ পররাষ্ট্র নীতিকে তুলে ধরবেন ।
❤ Support Us