Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১, ২০২৩

সেনা বিদ্রোহের বদলা। প্রিগোজিনকে হত্যার ছক কষছে পুতিন বাহিনী, দাবি ইউক্রেন গোয়েন্দা প্রধানের

আরম্ভ ওয়েব ডেস্ক
সেনা বিদ্রোহের বদলা। প্রিগোজিনকে হত্যার ছক কষছে পুতিন বাহিনী, দাবি ইউক্রেন গোয়েন্দা প্রধানের

রাশিয়ায় সেনা বিদ্রোহের প্রচেষ্টার মূল কারিগর “ওয়াগনার” এর মালিক ইয়েভেন প্রিগোজিনকে হত্যার ছক কষছে পুতিন বাহিনী। মার্কিন সাংবাদিক হাওয়ার্ড অল্টম্যানের সঙ্গে সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর দাবি করলেন ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কিরিলো বুদানভ। ইউক্রেনের গোয়েন্দা প্রেস সার্ভিস টেলিগ্রামে, ৩০ জুন জনসমক্ষে আসে সেই সাক্ষাৎকারের অংশ।

সাক্ষাৎকারে ইউক্রেনের গোয়েন্দা প্রধানের দাবি, রাশিয়ায় সেনাদের অন্তর্কলহ এবং সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের আগাম তথ্য তাদের কাছে ছিল।পাশাপাশি রাশিয়ার ভাড়াটে সেনা “ওয়াগনার” দের সঙ্গে রুশ সেনার দূরত্ব যে ক্রমশ বাড়ছে, ইউক্রেনীয় সামরিক গোয়েন্দারা তার আঁচ পেয়েছিলেন বহু আগেই। ইয়েভেন প্রিগোজিনের নেতৃত্বে সেনা অভ্যুত্থানে মুখ পুড়েছে পুতিন প্রশাসনের, এবার সেই ক্ষতে মলম দিতেই তাঁক হত্যার গুরু দায়িত্ব অর্পন করা হয়েছে রাশিয়ার বিশেষ বাহিনীকে, সাক্ষাৎকারে সেকথাই বলেছেন বুদানভ।তিনি আরও বলেন ইয়েভেনকে হত্যার পরিকল্পনা খুব দ্রুত বাস্তবায়িত হবে না, এজন্য রাশিয়া ধীর কৌশলি নীতি অবলম্বন করবে, যাতে নতুন করে সে দেশের সামরিক বাহিনীর মধ্যে অন্তর্কলহ মাথাচাড়া না দেয়।

বুদানভ বলেন, “আমরা দাবি করতে পারি না যে ওয়াগনার বাহিনীর ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে তাদের উল্লেখযোগ্য প্রভাব ছিল, কারণ এই ঘটনাগুলি স্বল্প সময়ের ছিল। তবুও,ইয়েভেনের বিদ্রোহ ঘোষণা এবং তার পরবর্তী ঘটনায়  রাশিয়ান ফেডারেশনের সামরিক এবং বিমান বাহিনীর  আত্মবিশ্বাসে যে ফাটল ধরিয়েছে, তা সন্দেহাতীত।

বুদানভের মতে, রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর তুলনায় ওয়াগনার ভাড়াটে সৈন্যরা অনেক বেশী অগ্রাসি তা প্রমাণিত। ইউক্রেনীয় গোয়েন্দা প্রধান আরও উল্লেখ করেছেন যে, প্রিগোজিনের সাময়িক বিদ্রোহের ফলস্বরূপ, রাশিয়ার বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয় ক্ষতি হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!