- ভা | ই | রা | ল
- জুন ১৪, ২০২৩
সমুদ্রসৈকতে নৃশংস হত্যালীলা ! হাঙরের অতর্কিত আক্রমণে মৃত্যু তরুণের, পাল্টা আঘাতে মারা গেল নিঃশব্দ ঘাতক
মৃত হাঙরকে সংরক্ষণের উদ্যোগ মিশর প্রশাসনের। অকস্মাৎ হিংস্রতা কেন ? উত্তর খুঁজে দেখবেন বিজ্ঞানীরা

সমুদ্রতটে ভ্রমণে গিয়ে মর্মান্তিক পরিণতি। এক অতিকায় হাঙরের পেটে চলে গেল এক রুশ যুবক। নাম ভ্লাদিমির পোপভ। পরে অবশ্য মৎসশিকারীদের তৎপরতায় সমুদ্রের অতিকায় এ দানবটিকে পাকড়াও করে তাঁকে হত্যা করা হয়। তাঁর পেট থেকে উদ্ধার হয়েছে তরুণের দেহের কিছু অংশ বিশেষ পাওয়া গিয়েছে। এখন মৃত এই হাঙরকেই সংগ্রহশালায় সংরক্ষিত করে রাখার প্রচেষ্টা চলছে।
রাশিয়া থেকে মিশরে ভ্রমণে গিয়েছিলেন ২৩ বছরের ভ্লাদিমির। সঙ্গে ছিলেন তাঁর বাবা ও বান্ধবী। যে হুরগুডা সৈকতে তাঁরা নেমেছিলেন সেখানে হাঙরের আক্রমণের ঘটনার কথা বিশেষ শোনা যায় না। অপ্রত্যাশিত এ ঘটনায় তাই ভেঙে পড়েছেন যুবকের বাবা। তিনি জানিয়েছেন, স্নানের ভিডিও শ্যুট করার উদ্দেশ্যে, মাথায় ক্যামেরা লাগিয়ে সমুদ্রে গিয়েছিল তাঁর একমাত্র সন্তান। তিনি সে সময় কাছেই উপস্থিত ছিলেন কিন্তু একমুহুর্তের জন্য বুঝতে পারেননি কোনো নিঃশব্দ ঘাতক কাছেই রয়েছে। দূরে যেটিকে জলে ভেসে থাকা কোনো সামান্য জিনিস ভেবেছিলেন সেটিই কয়েক মুহুর্তের মধ্যে হাঙরের রূপ নিয়ে তাঁর পুত্রের জীবন সংশয়ের কারণ হয়ে ওঠে। তাঁর শরীর কামড়ে টেনে গভীর সমুদ্রে টেনে নিয়ে যায় তার ক্যামেরাতেও ধরা পরে আক্রমনের ভিডিও। তাতে দেখা যায় মরণপণ বাঁচার লড়াই করছে ভ্লাদিমির। বাবার উদ্দেশেও সাহয্য প্রার্থনা করে। কিন্তু হিংস্র হাঙরের থেকে শেষরক্ষা হয়নি। ইতিমধ্যেই এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পরে প্রায় দু’ঘণ্টা তল্লাশি চালিয়ে ওই হাঙরটির খোঁজ পাওয়া যায়। মেরেও ফেলা হয় তাঁকে। তাঁর অন্ত্রের মধ্যেই পাওয়া যায় ভ্লাদিমিরের দেহাবশেষ। যা নিয়ে নিজের দেশে ফিরে যেতে চান পিতা। এ ঘটনায় সমগ্র সৈকত জুড়েই পর্যটকদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়েছে। প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সবরকমের ব্যবস্থা নিচ্ছেন।
সংবাদ সংস্থার খবর, মৃত হাঙরটিকে মিশরের সংগ্রহশালায় সংরক্ষণ করার কাজ চলছে। সমুদ্রবিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাণীটি হঠাৎ এত হিংস্র হয়ে উঠল কেন তা নিয়ে অনুসন্ধান চালানো হবে। যে জায়গায় হাঙরের আক্রমণ খুব বেশি ঘটতে দেখা যায় না সেখানে এমন কেন ঘটল তা খতিয়ে দেখা হবে। আগে কোনো সময়ে এরকম ভয়ানক আক্রমণ সে ঘটিয়েছে সে ব্যাপারেও বিশেষজ্ঞরা তদন্ত করে দেখবেন। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ন হলে দর্শকদের প্রদর্শনের জন্য এটি ছেড়ে দেওয়া হবে। কাঁচের দেওয়ালে ভেসে উঠবে নিঃশব্দ ঘাতকের নিথর অবয়ব।
❤ Support Us