- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৯, ২০২২
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নেই সঞ্জু স্যামসন, শুরু হয়েছে বিতর্ক

জানুয়ারির শুরুতেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। অনুষ্ঠিত হবে ৩টি টি২০ ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে এই সিরিজের জন্য মঙ্গলবার ভারতীয় দল ঘোষিত হয়েছে। আর দল ঘোষণার পরই তৈরি হয়েছে বিতর্ক। টি২০ দলে থাকলেও একদিনের সিরিজে সুযোগ পাননি উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন। তিনি দলে সুযোগ না পাওয়ায় অনেকেই অবাক। তাঁর বাদ পড়া নিয়ে সোস্যাল মিডিয়া রীতিমতো উত্তাল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নির্বাচকরা উইকেটকিপার ব্যাটার হিসেবে দলে নিয়েছেন ঈশান কিষানকে। তাঁকেই প্রথম উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয়েছে। ঈশানের ব্যাকআপ হিসেবে সুযোগ দেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সঞ্জু স্যামসনকে কেন দলে নেওয়া হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের শেষ একদিনের ম্যাচে খুব একটা খারাপ খেলেননি ভারতের এই উইকেটকিপার ব্যাটার। ওই ম্যাচে তিনি ৩৮ বলে ৩৬ রান করেছিলেন। তা সত্ত্বেও সিরিজের পরবর্তী দুটি ম্যাচেও তাঁকে সুযোগ দেওয়া হয়নি।
এরপর বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজেও ভারতীয় দলে নির্বাচিত হননি সঞ্জু স্যামসন। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচকরা। টি-টোয়েন্টি সিরিজের জন্য তিনি দলে নির্বাচিত হলেও একদিনের দলে সুযোগ পাননি।
একদিনের সিরিজের দলে ঋষভ পন্থকে দলে রাখেননি নির্বাচকরা। অনেকেই মনে করেছিলেন, ঋষভ সুযোগ না পেলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে হয়তো সঞ্জুকে বেছে নেওয়া হবে। কিন্তু নির্বাচকরা রাহুলকে নিয়েছেন। রাহুলের পরিবর্তে বিশেষজ্ঞ উইকেট কিপার হিসেবে অবশ্যই সঞ্জু স্যামসনকে দলে রাখতে পারতেন নির্বাচকরা। কারণ রাহুল এই মুহূর্তে একেবারেই ফর্মে নেই।
সঞ্জু সুযোগ না পাওয়ায় নির্বাচকদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘একদিনের ক্রিকেটে সঞ্জুর গড় ৬৬, স্ট্রাইক রেট ১০৪। তবুও দলে সুযোগ হয়নি! যখন টি–২০ বিশ্বকাপের দল নির্বাচন করা হয়েছিল, তখন নির্বাচকরা বলেছিলেন, সঞ্জুকে একদিনের ক্রিকেটের জন্য ভাবা হচ্ছে। এখন বলা হচ্ছে, টি-২০ ম্যাচের জন্য ভাবছে।’ একজন প্রশ্ন তুলেছেন, ‘কেন দিনের পর দিন সঞ্জু স্যামসনের সঙ্গে এইরকম ব্যবহার করা হচ্ছে। একদিনের ক্রিকেটে তিনি তো খারাপ কিছু করেননি।’ অন্য একজন লিখেছেন, ‘সঞ্জুকে বাদ দেওয়ার কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। সঞ্জুর ট্যালেন্ট আছে এবং দারুন ফর্মেও রয়েছে। কিন্তু ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য যে লবির প্রয়োজন, সেটাই ওর নেই।’
❤ Support Us