Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুলাই ৫, ২০২৪

কিউবার সামরিক ঘাঁটি ব্যবহার করে মার্কিন নৌ ঘাঁটির ওপর গুপ্তচর বৃত্তি। ওয়াশিংটনের অভিযোগ ওড়াল বেইজিং, হাভানা

আরম্ভ ওয়েব ডেস্ক
কিউবার সামরিক ঘাঁটি ব্যবহার করে মার্কিন নৌ ঘাঁটির ওপর গুপ্তচর বৃত্তি। ওয়াশিংটনের অভিযোগ ওড়াল বেইজিং, হাভানা

মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তির জন্য কিউবার সামরিক ঘাঁটি ব্যবহার করছে চিন?‌ এমনই দাবি ওয়াশিংটনের। এর সমর্থনে মার্কিনভিত্তিক ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ’‌ কিউবার নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে।

মঙ্গলবার ওয়াশিংটনের ‘‌সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’‌ একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে নতুন স্যাটেলাইট ছবি তুলে ধরা হয়েছে। সেই ছবিতে কিউবার হাভানার কাছাকাছি তিনটি অঞ্চলে এবং গুয়ানতানামা বে–তে মার্কিন নৌঘাঁটির কাছাকাছি অজ্ঞাত স্থানে নির্মান কাজ চলছে। এই স্যাটেলাইট চিত্রগুলি চলতি বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যে তোলা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, কিউবা গুপ্তচরবৃত্তি করার জন্য এই সামরিক ঘাঁটিগুলি চিনকে ব্যবহার করতে দিচ্ছে।

বেজুকাল এবং কালাবাজারের মতো সাইটগুলিতে স্যাটেলাইট নিরীক্ষণের সরঞ্জামগুলিতে উল্লেখযোগ্য বিকাশের ইঙ্গিত দেয়। বিশেষ করে উল্লেখযোগ্য যে, কিউবার নিজস্ব উপগ্রহ বা মহাকাশ প্রযুক্তির যথেষ্ট অভাব রয়েছে।১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটে, সোভিয়েত ইউনিয়ন গুয়েতেমালার বনাঞ্চল বেজুকালে পারমাণবিক অস্ত্রের ঘাঁটি তৈরিতে সহায়তা করেছিল । সেই অঞ্চলেই নতুন করে কিছু সামরিক নির্মাণ, পেন্টাগনের কপালে ভাঁজ ফেলেছে ।

হাভানার কাছাকাছি ওই অঞ্চলগুলিতে মার্কিন বিশ্লেষকরা স্যাটেলাইট নিরীক্ষণের জন্য অ্যান্টেনা, রাডার ডিশ এবং অন্যান্য সরঞ্জাম স্থাপনের কথা উল্লেখ করেছেন।এছাড়াও গুয়ানতানামা উপসাগরের কাছে এল সালাও অঞ্চলেও বেশ কিছু রেড্যার এর কথা উল্লেখ করেছে ওয়াশিংটনের ওই সংস্থা । তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এল সালাওতে  চিনা সহযোগীতায় এমন একটি অ্যান্টেনা স্থাপন করেছে কিউবা, যা ১৫ হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বের সংকেতগুলি ট্র্যাক করতে সক্ষম ।

ন্যাশনাল ইন্টেলিজেন্সের মার্কিন কার্যালয় সিএসআইএস রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে চায়নি। তবে পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট রাইডার আশ্বস্ত করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে সতর্ক থাকবে। ওয়াশিংটনের চিনা দূতাবাস এগুলিকে ভিত্তিহীন অভিযোগ বলে অভিহিত করেছে। কিউবাও দাবিগুলিকে প্রত্যাখ্যান করে ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!