- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৩, ২০২২
সামি, সিরাজ, শার্দূলকে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে বিসিসিআই

পিঠে চোটের জন্য টি২০ বিশ্বকাপ থেকে কার্যত ছিটকেই গেছেন যশপ্রীত বুমরা। তাঁকে নিয়ে আর আশা দেখছে টিম ম্যানেজমেন্ট। চোটের জন্য ছিটকে গেছেন স্ট্যান্ডবাইয়ের তালিকায় থাকা দীপক চাহারও। সমস্যা মেটাতে মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুরকে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যশপ্রীত বুমরার পরিবর্তে কে মূল দলে জায়গা পাবেন, সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড বল ঠেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টের হাতে।
টি২০ বিশ্বকাপের দল ঘোষণার সময় মহম্মদ সামিকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছিলেন নির্বাচকরা। যশপ্রীত বুমরার পরিবর্ত হিসেবে সামির সঙ্গে দলে ঢোকার লড়াইয়ে ছিলেন দীপক চাহারও। চোটের জন্য তিনিও ছিটকে গেছেন। বুমরার পরিবর্ত কে হবেন, বোর্ড এই ব্যাপারে সিদ্ধান্ত না নিয়ে টিম ম্যানেজমেন্টের কোর্টে বল ঠেলে দিয়েছে। টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় সামি, সিরাজ ও শার্দূল ঠাকুরকে দেখে মূল্যায়ন করে তারপর সিদ্ধান্ত নেবেন, বুমরার ও দীপক চাহারের পরিবর্ত হিসেবে কাকে নেবেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা সূত্র জানিয়েছে, ‘সিদ্ধান্ত নেওয়ার আগে টিম ম্যানেজমেন্ট সব ক্রিকেটারকে দেখে নিতে চেয়েছিল। সামি আগে থেকেই স্ট্যান্ডবাইয়ের তালিকায় ছিল। আমরা টিম ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করেছি বুমরার পরিবর্ত হিসেবে কাকে পাঠাতে হবে। টিম ম্যানেজমেন্ট চেয়েছিল সব ক্রিকেটারকে অস্ট্রেলিয়া পাঠানো হোক। তারা ক্রিকেটারদের মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে।’
১৫ অক্টোবরের মধ্যে বুমরার পরিবর্ত বেছে নিতে হবে ভারতকে।
টি২০ টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে থেকেই চোট সমস্যায় ভুগছে। হাঁটুর চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তারপর অস্ট্রেলিয়া যাওয়ার কয়েক সপ্তাহ আগে বুমরার পিঠের চোট ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় ধাক্কা। তারপর দীপক চাহারের চোট। বুমরা চোট পেয়ে ছিটকে গেলেও ভারতীয় দলের হেড কোচ মনে করছেন, ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। সামি, সিরাজ ও শার্দূলকে অস্ট্রেলিয়ায় পাঠানো হলেও স্ট্যান্ডবাইয়ের তালিকায় থাকা অন্য দুই ক্রিকেটার শ্রেয়স আয়ার ও রবি বিষ্ণোইকে এখনই অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে না।
❤ Support Us