- এই মুহূর্তে
- জুলাই ৬, ২০২২
স্নেহ যাত্রা: সংখ্যালঘুদের মনজয়ে গেরুয়া শিবিরের নতুন তাস ।

সংসদের বাদল অধিবেশন শেষ হলেই গেরুয়া শিবির ঝাঁপিয়ে পড়বে পিছিয়ে পড়া সম্প্রদায় আরও কাছে টানতে । বিজেপি সূত্রের খবর এই কর্মসূচীর নাম ‘স্নেহ যাত্রা’ ।পার্সি শব্দ ‘পাসমান্দা’ বলতে সমাজের অনুন্নত শ্রেণিকেই বোঝানো হয়। আর হিসেব অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের প্রায় ৮০ শতাংশ জুড়ে রয়েছে এই সম্প্রদায় ।
হায়দরাবাদে সদ্যসমাপ্ত বিজেপির জাতীয় কর্মসমিতির মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কাছে টানার কথা বলেছিলেন। সেই নির্দেশ মেনেই বিজেপি পাসমান্দাদের দিকে নজর দিতে চলেছে ।সদ্যসমাপ্ত উত্তরপ্রদেশের দু’টি লোকসভা কেন্দ্র রামপুর ও আজমগড় উপনির্বাচনে বিজেপি ভাল ফল করেছে। রিপোর্ট অনুযায়ী বিজেপির প্রাপ্ত ভোটের মধ্যে বেশ বড় অংশই মুসলিম সম্প্রদায় থেকে এসেছে বলে উল্লেখ করা হয়েছে । উপনির্বাচনের ফল নিয়ে আলোচনার সময়ে সেখানে হাজির ছিলেন নরেন্দ্র মোদিও। চলতি বছরের মার্চে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় একমাত্র মুসলিম প্রতিনিধি হিসাবে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দানিশ আনসারিকে নিয়োগ করা হয়েছিল। তিনি যে পাসমান্দা সম্প্রদায়ের, সেই বিষয়টি রিপোর্টে উল্লেখ করা হয়। সব শোনার পর মোদি পাসমান্দা মুসলিম এবং তাঁদের উন্নতির দিকে নজর দেওয়ার জন্য দলকে প্রয়োজনীয় নির্দেশ দেন। যাঁরা বিজেপির একনিষ্ঠ ভোটার নয়, তাঁদের দিকে নজর দিতে হবে বলেই দলকে জানিয়েছেন নমো । তাঁর কথা মেনেই নতুন সামাজিক সমীকরণে বিজেপির সঙ্গে সমাজের অনুন্নত শ্রেণীর বিশেষত পাসমান্দা সম্প্রদায়ের যে দূরত্ব রয়েছে, তা কীভাবে কমানো যায় সেই রূপরেখা তৈরির কথা বলেছেন মোদি। সেইমতো দ্রুতগতিতে এ বিষয়ে পরিকল্পনা তৈরির কাজ শুরু করে দিয়েছে গেরুয়া শিবির ।
❤ Support Us