Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২৮, ২০২২

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌরভের

আরম্ভ ওয়েব ডেস্ক
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌরভের

নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌরভ। নবান্ন সূত্রের খবর, রাজ্যে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির যে প্রস্তাব বিসিসিআই দিয়েছে, তার জন্য রাজ্য সরকারকে বিকল্প জমি খুঁজে দেওয়ার অনুরোধ করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট।
দিন নবান্নে বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সৌরভ। মনে করা হচ্ছে রাজ্যে বিকল্প ক্রিকেট স্টেডিয়াম-সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। যদিও বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘সৌরভ কোনও কাজ নিয়ে নয়, বরং ও এমনি এসেছিল, অনেকদিন পর ওর সঙ্গে কিছুক্ষণ জমিয়ে আড্ডা দিলাম ।’

দু’বছরের হা হুতাশ মিটিয়ে চলতি আইপিএলের ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। তাও কোনও আতিপাতি ম্যাচ নয়, একেবারে জোড়া প্লে-অফের ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। ইতিমধ্যেই তা নিশ্চিত করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সূত্রের খবর, ২৪ ও ২৬ মে প্লে-অফ দুটি হবে কলকাতায়। এর মধ্যে একটি কোয়ালিফায়ার এবং একটি এলিমিনেটর। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদে। বোর্ডের তরফে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে এই প্লে-অফের ম্যাচগুলিতে মাঠে ১০০ শতাংশ দর্শক উপস্থিত থাকবেন। সেসব নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন সৌরভের আলোচনা হয়েছে বলে মনে করা করছেন বিশেষজ্ঞ মহল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!