Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ১৭, ২০২২

ভূমিকম্পের আফটার শকে লাইনচ্যুত বুলেট ট্রেন, বিদ্যুৎহীন ২০ লক্ষ জাপানবাসী।

আরম্ভ ওয়েব ডেস্ক
ভূমিকম্পের আফটার শকে লাইনচ্যুত বুলেট ট্রেন, বিদ্যুৎহীন ২০ লক্ষ জাপানবাসী।

জাপানের বিভিন্ন প্রান্তে আফটার শকে কেঁপে উঠল। রিখটার স্কেল বলছে, মূল ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। কিন্তু আফটার শকের মাত্রা ৭.৩। বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক বাসিন্দা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানী টোকিও, ফুকুশিমা, মিয়াগি এলাকা।

জানা গিয়েছে কম্পনের ধাক্কায় লাইনচ্যুত হয় বুলেট ট্রেনও । এর থেকেই ভূমিকম্পের তীব্রতা সহজেই অনুমান করা যায়। তবে ট্রেনের কর্মী ও যাত্রী সহ মোট ৭৫ জনের কোনও ক্ষতি হয়নি । প্রায় ৪ ঘণ্টা তাঁরা ট্রেনের ভিতরেই আটকে ছিলেন। মূল বিদ্যুৎ সংযোগ না থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

এদিকে কম্পনের ধাক্কায় প্রায় ২০ লক্ষ বাড়ি বিদ্যুতহীন। এর মধ্যে টোকিওতেই রয়েছে ৭০ হাজার বাড়ি। বন্ধ বহু এক্সপ্রেসওয়ে। জারি রয়েছে সুনামির সতর্কতাও। প্রায় ১ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ছে সৈকত এলাকায়। তাও দেশের উত্তর পশিচম প্রান্তের ক্ষয়ক্ষ়তির পরিমাণ এখনও জানা যায়নি। জানার চেষ্টা চলছে। তবে শুধু জাপান নয়, সুনামির আশঙ্কা রয়েছে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, আলাস্কা-সহ একাধিক এলাকায়।

বুধবার রাত ৮টা নাগাদ আচমকা কেঁপে ওঠে রাজধানী টোকিও-সহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকা। এর পরই জাপানের উত্তর-পূর্ব সমুদ্র সৈকতে আছড়ে পড়তে পারে সুনামি, এমন আশঙ্কায় সতর্কতা জারি করে জাপান মেটারোলজিকাল এজেন্সি। প্রথম ধাক্কার রেশ কাটিয়ে ওঠার আগেই পর পর বেশ কয়েকবার কম্পন অনুভূত হয় জাপানে।

উল্লেখ্য, ২০১১ সালের ভয়াবহ কম্পনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল জাপান। সেইসময় কম্পনের মাত্রা ছিল ৯। ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। এবারের কম্পনে সেরকম বড় কোনও ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!