Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ৭, ২০২২

মাধ্যমিক । পরীক্ষায় বসার আগে-পরে পড়ুয়াদের প্রকাণ্ড উচ্ছ্বাস।

প্রশ্ন ফাঁসের আশঙ্কা। কিছু এলাকায় ৮ দিন ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত।

আরম্ভ ওয়েব ডেস্ক
মাধ্যমিক । পরীক্ষায় বসার আগে-পরে পড়ুয়াদের প্রকাণ্ড উচ্ছ্বাস।

সোমাবার পরীক্ষায় বসার আগে শিলিগুড়ির ফাঁসিদেওয়া উচ্চ মাধ্যমিক স্কুল চত্বরে পরীক্ষার হলে ঢোকার আগে কয়েকজন বন্ধু পরস্পরের মধ্যে টুকলি ভাগ করে নেয় । দুজনকে সরাসরি দেখা যায়, তারা নকলের চিরকুট একে অন্যের হাতে তুলে দিচ্ছে । সঙ্গে সঙ্গে স্কুল কর্তূপক্ষ সতর্ক হয়ে তাদের জিজ্ঞাসা বাদ শুরু করেন । দুই ছাত্র অভিযোগ অস্বীকার করেছে । এইধরণের ক্রিয়াকলাপ পুরনো । হলের বাইরে প্রায়ই এরকম ঘটে থাকে । সেই পুরনো অথচ অসৎ কৌশলকে সঙ্গে নিয়েই হৈ হৈ করে পরীক্ষা দিতে উচ্ছ্বল হয়ে উঠল পড়ুয়াদের একাংশ কিন্তু সততা বজায় রেখে যে স্বাভাবিক উচ্ছ্বাস থাকার কথা সেটাই ধরা পড়ল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে ।প্রশ্নপত্র ফাঁস হয়ে যেতে পারে, এরকম আশঙ্কা নিয়ে রাজ্যের কিছু কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় । আজ থেকে আট দিন পর্যন্ত ওই এলাকাগুলিতে চার ঘণ্টারও বেশি সময় জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

আজ ছিল বাংলা পরীক্ষা । খোস মেজাজে সবাই পরীক্ষা দিয়েছে । এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১১.৭২ লাখ । গত বছরের তুলনায় ৫০ হাজারেরও বেশি । সংখ্যা বূদ্ধির কারণ কী ? ২০২১ এ পরীক্ষা হয় নি। সবাইকে স্কুলে পাশ করিয়ে দেওয়া হয় । এবার অফলাইন পরীক্ষা শুরু হতেই পড়ুয়ারা পরীক্ষার আনন্দে মেতে উঠেছে । দীর্ঘদিন বাড়িতে বসে থেকে হাঁপিয়ে উঠছিল তারা । এবার পরীক্ষায় বসার আনন্দে একধরনের মুক্তির স্বাদ এনে দিয়েছে ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!