- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ১৭, ২০২৫
ভারতীয় সময় বুধবার ভোরে মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতারা

যাবতীয় অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামসরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনতে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে নিয়ে মঙ্গলবার পৃথিবীতে ফিরে আসবে ক্রু ড্রাগন।
রবিবার সন্ধেয় নাসার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধে ৫.৫৭ মিনিটে (ভারতীয় সময় বুধবার ভোর ৩.২৭ মিনিট) মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সমুদ্রে এসে অবতরণ করবে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান। এরপর দুই মহাকাশচারীকে স্পেসএক্স ক্রু ড্রাগন নৌযানে করে উপকূলে নিয়ে আসা হবে। নাসার মহাকাশচারী নিক হেগ এবং রসকসমস মহাকাশচারী আলেকজান্ডার গরবুনভও ড্রাগন ক্যাপসুলে ফিরে আসবেন। সোমবার প্রস্তুতি শুরু হওয়ার পর থেকে সুনীতাদের পৃথিবীতে ফেরার যাত্রা সরাসরি সম্প্রচার করা হবে।
বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামসের জন্য এটা একটি অগ্নিপরীক্ষার সমাপ্তি হিসেবে চিহ্নিত থাকবে। এই দুই মহাকাশচারী গত বছরের জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। তাঁরা মাত্র ৮ দিনের এক মহাকাশ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তাঁরা মহাকাশ স্টেশনে আটকে পড়েন। এরপর এবছর ফেব্রুয়ারি মাসে তাঁদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও তা পিছিয়ে যায়।
এরপর নাসা ও ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার জন্য শুক্রবার ক্রু–১০ মিশনটিতে ফ্যালকন ৯ রকেটে ড্রাগন নামের মহাকাশযান পাঠিয়েছে। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ওই রকেট উৎক্ষেপণ করা হয়। এই মিশনে রয়েছেন চার নভোচারী। তাঁরা হলেন অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ সংস্থার মহাকাশচারী তাকুয়া অনিশি ও রুশ মহাকাশচারী কিরিল পেসকভ। রবিবার সন্ধেয় এই ড্রাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পোঁছেছে।
❤ Support Us