Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৪, ২০২৪

আবার আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব

টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে তিনি যে বিশ্বের সেরা ব্যাটার, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। গত বছর এই ফরম্যাটে দুরন্ত ছন্দে ছিলেন ভারতের সূর্যকুমার যাদব। ১৭ ইনিংসে করেছিলেন ৭৩৩ রান প্রত্যাশামতোই আইসিসি-র বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেলেন সূর্যকুমার। এই নিয়ে টানা দ্বিতীয়বার তিনি বর্ষসেরা হলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে পুরুষদের বর্ষসেরা ক্রিকেটারের লড়াইয়ে সূর্যকুমারের সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান জিম্বাবোয়ের সিকান্দার রাজা, উগান্ডার আল্পেশ রামজানি। সবাইকে পেছনে ফেলে দিয়েছেন সূর্যকুমার যাদব। যদিও বছরের শুরুটা তাঁর ভালো হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচেই ৭ রানে আউট হয়েছিলেন। তারপর গোটা বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে রাজত্ব চালিয়েছিলেন সূর্যকুমার। ১৭ ম্যাচে করেন ৭৩৩ রান। গড় ৪৮.৮৬। স্ট্রাইক রেট ১৫৫.৯৫। হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেশকে নেতৃত্বও দিয়েছিলেন সূর্যকুমার।

এদিন মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হেইলি ম্যাথুজ বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন। তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন ইংল্যান্ডের সোফিয়ে একলেস্টোন, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু এবং অস্ট্রেলিয়ার এলিসে পেরি। অন্যদের তুলনায় ব্যাট ও বল হাতে অনেক বেশি সাফল্য পেয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক। ১৪ ম্যাচে ৭০০ রান করার পাশাপাশি ১৯ টি উইকেট তুলে নেন হেইলি ম্যাথুজ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!