- কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স দে । শ
- ডিসেম্বর ১৫, ২০২৩
এনসিইআরটি-র আদলে সিলেবাস।কোন কোন বিষয়ে বদল আনছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
উচ্চমাধ্যমিকের ৪৭টি বিষয়ে বদল আনছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সিবিএসই সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে ১০ বছর পর উচ্চমাধ্যমিকের সিলেবাসে এই বদল আনা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নতুন পাঠক্রম চালু করা যায় কি না তা নিয়ে আগামী শনিবার বৈঠক হওয়ার কথা।
যেহেতু উচ্চ মাধ্যমিকে পাশ করার পর একাধিক এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় বিভিন্ন কোর্সে ভর্তির জন্য। সেই সব এন্ট্রান্স পরীক্ষার সিলেবাস পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাসের সঙ্গে অনেকটাই আলাদা,বরং সিবিএসই -র সিলেবাসের সঙ্গে এই সব এন্ট্রান্স পরীক্ষার অনেক মিল। এই সব বিষয় মাথায় রেখেই এই পাঠক্রম বদলের ভাবনা কটেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এই নিয়ে শনিবার বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে একটা গাইডলাইন ঠিক করা হবে। এরপর সিলেবাসের যে সাব কমিটি রয়েছে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা তা আলোচনা করবেন। চেষ্টা করছি এনসিইআরটি-র আদলে সিবিএসই-র ধাঁচে এই সিলেবাস করতে।
এদিকে ২০২৪ সালের সিবিএসই দশম এবং সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাসূচি ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। দ্বাদশের পরীক্ষা শেষ হবে ২ এপ্রিল।
❤ Support Us