- এই মুহূর্তে
- মে ৬, ২০২২
নেলপালিশ, হিল জুতো বাদ চালাতে পারবে না গাড়িও, মহিলাদের উপর আবার তালিবানি ফতেয়া।
মেয়েরা একা বেশি দূর যাতায়াত করতে পারবে না। বাড়ির ব্যালকনিতে দাঁড়াতে পারবে না।

তালিবান জামানায় আরও কোনঠাসা মেয়েরা । মহিলা স্বাধীনতা হস্তক্ষেপ করতে তালিবান শাসকের উদ্ভট নিষেধাজ্ঞার বেড়াজালে ক্রমশ আবদ্ধ হচ্ছে জনজীবন । মহিলাদের গাড়ি চালানো বন্ধ করতে পদক্ষেপ শুরু করেছে তালিবান । আফগানিস্তানে মহিলাদের গাড়ি চালানোর লাইসেন্স না দেওয়ার নির্দেশ দিয়েছে ।এর আগে তালিবান মহিলাদের বাস বা অন্যান্য যানবাহনে দীর্ঘ দূরত্বে একা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। তালিবানের নির্দেশ অনুযায়ী, মহিলারা একা বাসে ৭০ কিলোমিটারের বেশি যেতে পারবেন না। এর বেশি দূরত্ব যেতে হলে তাঁদের সঙ্গে একজন পুরুষকে সঙ্গে নিতে হবে। হিল জুতো পরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল। এমন জুতো মেয়েরা পরতে পারবেন না যেটা আওয়াজ করে । সাজগোজ নয় বিশেষ করে নখে নেলপালিশ লাগাতে পারবে না। পাবলিক প্লেস-ও জোরে কথা বলতে পারবেন না। তাঁরা নিজেদের বাড়ির ব্যালকনিতে দাঁড়াতে বা বসতে পারবেন না। মহিলারা টিভি বা রেডিও স্টেশনে কাজ করতে পারবেন না। এমনই অদ্ভুত সব নিয়ম জারি করেছে তালিবান।
❤ Support Us